আমি করি চিৎকার, বলি বার বার বাংলাদেশ আমার দেশ
আমার একটা নোটবুক আছে, স্যামসাং
উইন্ডুজ সেভেন স্টারটার ইন্সটলড।
এক খান জয় ষ্টিক ও কয়েকদিন আগে কিনেছি, ব্র্যান্ড ইটন ডুয়েল শক,
নোটবুকের ইউএসবি পোর্টে লাগানো মাত্র ইন্সটল হয়েছে।
এখন এই জয় ষ্টিক দিয়া গেম খেল্বার চাই,
গেম সম্মন্ধে ধারণা নাই, কিছু দিন আগে সামুতে ১তা পোষ্ট দেখে Cadillacs and Dinosaurs গেম টা ইনষ্টল করেছি, কিন্তু জয় ষ্টিক দিয়ে খেলতে পারছিনা।
তাই মহানুভব ব্যক্তি গন সাহায্য করুনঃ
১- পিসি তে খেলার উপযোগি গেম ফ্রি ডাউনলোডের লিঙ্ক দিন।
২- সেই গেম গুলো জয় ষ্টিক দিয়ে কিভাবে খেলব ?
৩- নোট বুকে কি খেলা উচিত হবে, (বাসায় আরেকটা ল্যাপ্টপ আছে স্যামসাং ডুয়েল কোর)
৪- সেভেন ষ্টারটার কি গেম খেলার ক্ষেত্রে উপযুক্ত ?
৫- বিগেইনার হিসেবে কোন গেম দিয়ে স্টার্ট করা যায়?
বিঃ দ্রঃ জয় ষ্টিকের অনেক গুলো বাটনের মধ্যে একটা বাটনে এনালগ লেখা, টিপ দিলে লাল বাতি জ্বলে, আবার দিলে নিভে যায়, এর মাজেজা কি? ১ সপ্তাহ হয়ে গেল ঐ লাঠিটা কিনছি, কিন্তু অদ্যাবদি এর ১ পয়সা ও উসুল করতে পারি নাই, কারণ ব্যবহার জানি না , তাই আপ্নারা হেল্পান।
অগ্রিম ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।