সবাইকে রমজানের শুভেচ্ছা.....
পার্টএক এখানে
পরদিন স্কুল ছুটির পর আবার গিয়ে হাজির হলাম। আমারে দেখে আংকেল বল্ল,
-কি রকি মিয়া অইবনি একটা?
-টাকা নাইযে আমার কাসে?
-সমস্যা নাই খেল একটা। ফ্রি দিলাম।
-ঠিকাছে।
আরকি আবার নিলাম।
তবে এবার নেয়ার আগে পাসে প্লেয়ার রে জিগাস করলাম,
- কি করতে হবে?
- তুই কয়েন লইসসনি?
- হ্যা!
- তাইলে [গিয়ার ধরে], ইম্নি নিলে বায়ে, এম্নে নিলে ডাইনে, এম্নে নিলে উপ্রে, আর এম্নে নিচে। , তোর কাম অইসে এগুন, এগুন আর এগুনরে মাইরত অইব।
- ঠিকাছে
লেগে গেলাম কাজে।
কিন্তু যত সোজা ভাবসি, তত সোজা না। একবার এদিকে একবার সেদিকে, যাই আর যাই।
একটা মারলে তিনবার ঘুষি খাই। মেজাজ হয়ে যায় খারাপ। তারপর ডান্ডি ফট্টাস। আবার মরলাম। এবার দাড়িয়ে দাড়িয়ে দেখা।
মাথার মধ্যে ঢুকে গেল, জিত্তেই হবে। কোন কথা নাই। এলাকার সবাই আমাকে চিনে। পাসের প্লেয়ার একটারে ধরলাম আমাকে একটা কয়েন নিয়ে দিতে। দিল, তবে শর্ত আগামী দিন এইটা ফেরৎ।
নিলাম। শুরু করলাম, অন্যান্যরা খেলছিল। মাঝপথে নেমে পড়লাম। গেমের অন্যান্য হিরোর পিছে পিছে থাকি, ফলে মাইরলাগে কম। দু-একটারে ঘুশি মেরে পলান দিই।
এভাবে কিছুক্ষন এগুতে থাকলাম, ঠাষ!!! ধুর শালা গ্রেনেড খেয়ে মরলাম। এই প্রথম কোন অস্ত্রর নাম শুনলাম।
-গ্রেনেড? এইটা আবার কি?
-এডা একটা বোম। এডা যদি কাছে ধারে হড়ে, দিবি দৌড়!
চলবে………!
বি:দ্র: এই গেমটির নাম এখনো আমি বলতে পারছিনা। ছোট ছিলাম তো।
কাউর মনে আসলে প্লিজ জানাবেন। তবে ওটা মোস্তাফা ছিলনা। গুগলও হেল্পকরতে পারলনা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।