আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট

নামায-আল্লাহ তা’য়ালার একটি বড় নিয়ামত ও রহমত। কাজেই যে কোন বিপদাপদ বালা মুসিবতের সময় নামাযের প্রতি মনোযোগী হওয়া প্রকৃতপক্ষে আল্লাহর রহমতের উপর ভরসা করা ব্যতীত অন্য কিছু নয়। আর অসহায় বান্দা যখন সাহায্যের জন্যে মহান শক্তিমান পরম দয়ালু আল্লাহর দরবারে উপস্থিত
মাইক্রোসফট ওয়ার্ড একটি বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর। অফিস, বাসা-বাড়ী, স্কুল-কলেজ সবখানেই এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বাড়াতে কিবোর্ড শর্টকাটের জুড়ি নেই।

কিবোর্ড শর্টকাট জানা থাকলে আপনি মাউস এড়িয়ে দ্রুত অনেক কিছু করতে পারবেন। আর তাই আজ আপনাদের জন্য থাকছে মাইক্রোসফট অফিস এর কিছু কিবোর্ড শর্টকাট। নিন্মোক্ত কিবোর্ড শর্টকাটগুলো Microsoft Word এর কাজকে দ্রুত করতে সাহায্য করবে। Ctrl+A= ফাইলের সব কিছু সিলেক্ট করা। Ctrl+B= সিলেক্ট করা টেক্সকে বোল্ড করা।

Ctrl+C= সিলেক্ট করা যে কোন কিছু কপি করা। Ctrl+D= ফন্ট ডায়ালক বক্স দেখাবে। Ctrl+E= সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নিতে। Ctrl+F= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স খুজে বের করা। Ctrl+G= নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়।

Ctrl+H= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স রিপ্লেস করার জন্য। Ctrl+I= সিলেক্ট করা টেক্সকে ইটালিক/ বাঁকা করতে ব্যবহৃত হয়। Ctrl+J= টেক্স জাস্টিফাই করতে ব্যবহৃত। Ctrl+K= সিলেক্ট করা যে কোন কিছু লিংক করতে ব্যবহৃত হয়। Ctrl+L= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে।

Ctrl+M= টেক্স এর নির্দিষ্ট স্থান বাম দিকে ফাঁকা করতে ব্যবহৃত এটি ট্যাব এর ন্যায় কাজ করে। Ctrl+N= নতুন ডকুমেন্ট ফাইল খুলতে ব্যবহৃত হয়। Ctrl+O= পুরাতন বা সেভ করা ফাইল খুলতে । Ctrl+P= প্রিন্ট ডায়ালগ বক্স দেখাবার জন্য ব্যবহৃত। Ctrl+Q= *** Ctrl+R= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে।

Ctrl+S= নতুন ফাইল সেভ বা পুরাতন ফাইলের সংযোজন অংশ সেভ করতে ব্যবহৃত। Ctrl+T= সাধারণ টেক্স নাম্বারিং এর জন্য সাহায্যে করে বাম থেকে দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরে যাবে। Ctrl+U= টেক্স এর নীচে দাগ দিতে ব্যবহৃত। Ctrl+V= কপি করা যে কোন কিছু পেষ্ট করতে ব্যবহৃত। Ctrl+W= প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত।

Ctrl+X= সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়। Ctrl+Y= পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য। Ctrl+Z= পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.