আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফট অফিস ২০০৭ এর ফাইল খুলন এবার মাইক্রোসফট অফিস ২০০৩ দিয়েই।

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। বেশি কথা না বলে কাজের কথায় আশা যাক। আমরা প্রায় সকলেই এখন অফিস ০৭ বা অফিস ১০ ব্যবহার করি।    আমি নিজেও মাইক্রোসফট অফিস ২০০৭ ব্যবহার করি। কিন্তু অনেকই আছেন যারা এখন ও অফিস ২০০৩ ব্যবহার করেন।

আমার কয়েক জন বন্ধু এখন ও অফিস ২০০৩ ব্যবহার করে, ০৩ নাকি অনেক সহজ তাই তারা ০৭ ব্যবহার করে না। যাই হোক এটা তাদের ব্যাপার। তা কিছু দিন আগে আমাকে আমর এক ফ্রেন্ড এসে বল্য যে সে নাকি ২০০৭ এর একটা ফাইল তার কম্পিউটার দিয়ে ওপেন করতে পারছে না, তাই তাকে একটা সমাধান দিলাম।

তাই ভাবলাম সেই সমাধান টা টিউনমেলা তে ও শেয়ার করি, কারন আমি জানি এখন ও অনেকে আছেন যারা মাইক্রোসফট অফিস ২০০৩ ব্যবহার করেন।
যেহেতু আপনাদের পিসি তে ২০০৩ ইন্সটল কারা আছে তাই জাস্ট Microsoft Office Compatibility Pack টি ডাউনলোড করে নেন।


ডাউনলোড লিঙ্কঃ Microsoft Office Compatibility Pack
ফাইল টির সাইজ মাএ ৩৭ মেগাবাইট । ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে আপনি অতি সহজেই ২০০৭ এর যে কোন ফাইল ই ওপেন এডিট সহ সকল কাজ ই করতে পারেবন।
 
সময় হলে আমর এ ব্লগ টিতে ঘুরে আসতে পারন।   http://www.tunemela.com
ধন্যবাদ


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.