ট্রেন যখন হু হু গতিতে ছুটে যায়
আমার হৃদয়ে ছুড়ে দেয় অফুরন্ত বাতাস,
আমি তখন তার হুইসল শব্দ পাজল খেলি,
ঘুমায় পথিক আমার পাশে, উপরে অবাক আকাশ।
হে আকাশ চিনে নাও , চিনে নাও একবার আমাকে
চিনে নাও আমার বিস্তারিত সব জাল।
যেমন দোলে সব আগাছারা,
ঝড়ের বাতাসে সব গাছেদের গড়া সব ডাল।
তেমনই আমিও দুলি,
এই জীবন দোলে,
দোলে এই পোড়া কপাল।
ঝড়ের আকাশে আমি এখনও একা। এখনও একা।
একবার চিনে নাও শুধু আমাকে।
তারপর আমি হব শুধু প্রশান্ত সমুদ্দুরের জল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।