আমাদের কথা খুঁজে নিন

   

চিনে নিও আপনজন

স্বপ্ন নন্দীনী এখন শাপলা েমলায়..করেছ েখলা

যে মানুষ সেই চোখের মূল্যায়ন করে না যে চোখ তার আনন্দে নেচে ওঠে তার কষ্টে যে চোখে নামে অবাধ বর্ষার অঝোর ধারা তার সাফল্যে খুশির অশ্রু ঝরায় অপেক্ষার প্রহর গুনে চেয়ে থাকে নিস্পলক........ 'দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি'.... যে মানুষ সেই মনের মূল্যায়ন করে না যে মনে শুধু তারই নাম উচ্চারিত হয় যে মন তার মনকে অনুভব করতে সবসময় প্রস্তুত যার একাগ্র ভালোবাসাই যেন তার ঢাল... সেই চোখ.... সেই মন যে বুঝে না সে কি সত্যিই হতভাগ্য নয়!! ভালোবাসা পাওয়া অনেক সহজ কিন্তু কঠিন হলো তা ধরে রাখা... জীবনকে দু:সহ বানানো তেমন জটিল কিছু না কিন্তু কঠিন হলো ভালোবেসে জীবনকে উপভোগ করা... তাই বলবো, চিনে নিও আপনজনেরে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।