ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক নিহত হয়েছে এমন গুজবে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে দুই শতাধিক বাস ভাঙচুর করেন। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়। পুলিশ লিমন নামের এক শিক্ষার্থীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর নুরুর দোকান এলাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বহনকারী বাসের সঙ্গে হালুয়াঘাটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই বাসের চালকসহ বিশ্ববিদ্যালয় বাসের ১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় বাসের চালক মোবারক হোসেন (৩০) মারা গেছে এমন গুজব ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে ঘটনাস্থল পর্যন্ত এক কিলোমিটার এলাকায় প্রায় দুই শতাধিক বাস ভাঙচুর করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তখন পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে অন্তত ২৫ জন আহত হয়।
শিক্ষার্থীরা ভালুকা থেকে আসা একটি পুলিশ বাসও ভাঙচুর করে। এ ভাঙচুরের ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আলিম ও এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা বিপাকে পড়ে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় তাঁদের বাসের ১১ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের এএসপি (সার্কেল) হায়াতুর রহমান বলেন, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। সংঘর্ষে পুলিশের কেউ আহত হয়নি বলে তিনি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।