আমাদের কথা খুঁজে নিন

   

বয়রা মেয়েকে গান শেখাই

আমি ইনটারনেটে আয় করি।

আজ রাত ৯টা ৫ মিনিটে আরটিভিতে হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় রয়েছে ধারাবাহিক নাটক 'বয়রা পরিবার'। নাটকটিতে অভিনয় করেছেন হাসান মাসুদ। অন্তরালের গল্প বলেছেন তিনি- প্রতিদিন মিডিয়ায় কত বৈচিত্র্য আসছে তাই না! ভাবা যায়, বয়রাদের নিয়েও নাটক হবে! এর আগে সাঁওতাল, গারো, ঋষি কিংবা ডোমদের নিয়ে কত নাটক হয়েছে। কিন্তু বয়রাদের নিয়ে নাটক বোধহয় এবারই প্রথম।

পরিচালক হাসান জাহাঙ্গীর নাটকের বিষয়বস্তু আমাকে জানালে আমি প্রথমেই ভিন্নতা খুঁজে পেয়েছিলাম। তাঁকে বললাম, 'আমার চরিত্রটা কী?' বললেন, 'একজন গায়কের। যে কি না ওই বয়রা পরিবারের বড় মেয়েকে গান শেখাবে। ' এবার একটু অবাক হলাম। বয়রা মেয়েকে আবার কী গান শিখাব? ও বলল, মজাটা তো ওখানেই।

আরো বলল, 'গানের শিক্ষক হিসেবে নাকি আমাকে মাঝেমধ্যে ভিলেজ পলিটিঙ্রে স্বীকার হতে হবে। 'নাটকটির শুটিং শুরু হয়েছিল মাসদুয়েক আগে। পুবাইলেই পুরোটা শুটিং হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের ১০০ পর্বের কথা বলা হয়েছে। যেহেতু সপ্তাহে তিন দিন নাটকটি প্রচার হয়, তাই প্রতি সপ্তাহেই আমরা পুবাইলে গিয়ে শুটিং করে আসছি।

নাটকটি শুটিং করতে গিয়ে আমরা শিল্পীরাই বেশ মজা পাচ্ছি। বিশেষ করে বয়রা পরিবারের কোনো সদস্যের সঙ্গে যখন শুটিং হয় তখনই মজাটা বেশি হয়। কারণ নাটকে ওরা কানে কম শুনলেও বাস্তবে তো আর তা হয় না। কিন্তু শুটিংয়ের সময় আমরা এই ফায়দা লুটি। ওদের সামনে সত্যি সত্যিই চিৎকার করি।

নাটকটি প্রচার হওয়ার পর থেকে দর্শকদের কাছে গায়ক হিসেবে আমার গ্রহণযোগ্যতা বেড়েছে। কেউ কেউ ফোন করে গায়কীর প্রশংসাও করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।