আমাদের কথা খুঁজে নিন

   

একটা মঘা তোষ আড্ডা: টেপ করছেন বয়রা মিয়া!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

:পিছলাইয়া গেলি? : কই পিছলাইলাম? জায়গা মতোই আছি! : না তুই পিছলাইছস! কইলাম আইজকা তোর বাড়ীর লগে পরিচয় করায়া দিবি। মাগার আড়ং এর সামনে দিয়া স্কুটার ঘুড়াইলি কেন? : আমি ঘুড়াই নাই, আর এই টা স্কুটার না এইটা হইলো সবুজ কালারের সিএনজি! : আবারও পিছলাইতেছস। গত ২ বছর ধইরা তর নাচ দেখতাছি। নাচ শেষে বলিস দুই মাসের মধ্যে অনুষ্ঠানের ডেট ফাইনাল করবি।

মাগার দুই বছর ধইরা তর দুই মাস আহে না, তর দিলে কি আছে? : তুমারে দেখলে আমার কাছে চান তারা সূর্য্য সব এক সাইজ লাগে, তখন ট্রাক আর রিক্সার সেম স্পীড মনে হয়। মনে হয় নিজের ফখরুদ্দিন আর তুমারে ঘসেটি! : (কানটা ধইরা) ঐ যে আসমানে চাইয়া দেখ, আমারে একদিন দেখাইয়া কইসিলি আমি যা কমু তাই করবি, আর ওহন তরে ডাইনে যাইতে কইলে তুই তলায়া যাস! : বস, ২০০টা টাকা হইবো, পকেট ফাকা। সিএনজি থিকা নামলে সিএনজি আলা আমার উপর দিয়া সিএনজি উঠায় দিবো। : এই ২৮২০০ টাকা ধার হইলো, দুই বছর ধইরা আমারে আমার টাকা ২ মাসের মধ্যে দিয়া দিবি কইতাছস, মাগার তর ডেট আর এক্সপায়ার হয় না। বিয়া করছোস মাগার ঘরেও উঠাস না।

দাড়া একদিন তর পিছন পিছন ফলো কইরা বাড়ীর ঠিকানা লইয়া আমি নিজেই উইঠা যামু! টাকা দেওন লাগবো না! : আমার অখন ২০০ টাকায় কাম হইবো না, লগে ৩০ টা টাকাও দিও, ঐটা নিয়া র‌্যাটম কিন্যা দুধের লগে খাইয়া কচু গাছে দড়ি দিমু! : (চিৎকার কইরা) মর হারামী মর! উল্লেখ্য বয়রা মিয়া হইলো ঐ সিএনজি ওয়ালা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.