যাহা বলি সত্য বলি.... বিগত কয়েক হাজার বছরের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠতে চলেছে পৃথিবী। ১১ দশমিক ৩ হাজার বছরের মধ্যে এমন উত্তপ্ত পৃথিবী আর কখনও হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত গবেষণার ফলাফলে একথা বলা হয়েছে। সায়েন্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জীবাশ্ম নমুনা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭৩টি স্থান থেকে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে পৃথিবীর তাপমাত্রার ইতিহাস পুনর্নির্মাণ করেছেন বিজ্ঞানীরা।
এসব তথ্য বিশ্লেষণ করে ১১ হাজার বছর আগের সর্বশেষ বরফ যুগের শেষ পর্যায় থেকে বর্তমান সময় পর্যন্ত তাপমাত্রার একটি ইতিহাস তৈরি করতে সক্ষম হন তারা।
বিজ্ঞানীরা দেখেছেন গত ১১ হাজার ৩০০ বছরের আশি ভাগ সময় পৃথিবীর যে তাপমাত্রা ছিল গত দশ বছরের তাপমাত্রা ছিল তারচেয়ে অনেক বেশি। কিন্তু ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) বলেছে, আগামী কয়েক দশকে পৃথিবীর যে তাপমাত্রা হবে তা বরফ যুগ-পরবর্তী যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হবে। এএফপি
সংগৃহীত তথ্য-উপাত্তে দেখা যায়, পৃথিবীর তাপমাত্রা গত পাঁচ হাজার বছরে শূন্য দশমিক ৮ শতাংশ শীতল হয়েছিল। কিন্তু গত একশ' বছরে তা ফের বাড়তে থাকে।
এ ঘটনা ঘটে বিশেষত উত্তর গোলার্ধে, এখানে ভূমি ও জনবসতি কেন্দ্র অন্য গোলার্ধের তুলনায় বেশি। সূত্র: দৈনিক সমকাল, ৯ মার্চ’২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।