৯৭.৪০০ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে রাশিয়া। আর রুপা ও ব্রোঞ্জ জয়ী স্পেন এবং ইউক্রেনের পয়েন্ট যথাক্রমে ৯৪.২৩০ ও ৯৩.৬৪০।
জলক্রীড়ার এই ইভেন্টে সর্বমোট সাতটি সোনার লড়াই হবে। যার মধ্যে এ পর্যন্ত প্রথম পাঁচটির সবকটিতেই সোনা জিতলো রাশিয়ানরা। বাকি আছে দলীয় টেকনিক্যাল ও মিশ্র ফ্রি-রটিনের সোনার লড়াই।
এদিকে, ডাইভিংয়ের আরেকটি সোনা জিতেছে চীন। ফলে ডাইভিংয়ের মোট আটটি ইভেন্টে অংশ নিয়ে সাতটিতেই সোনা জিতলো দেশটি।
শুক্রবার তিন মিটার স্প্রিং বোর্ডে ৫৪৪.৯৫ পয়েন্ট নিয়ে প্রথম হন চীনের চং হি। আর ৫০৮.০০ পয়েন্ট নিয়ে রাশিয়ার এভজেনি কুজনেৎসভা ও ৪৯৮.৩০ পয়েন্ট নিয়ে মেক্সিকোর ইয়াহেল কাস্তিল্লো জেতেন যথাক্রমে রুপা ও ব্রোঞ্জ।
স্পেনের বার্সেলোনায় চলছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’।
প্রতিযোগিতার ১৫তম আসরে ১৮১টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।