অপূর্ব ক্রীড়াশৈলী দেখিয়ে স্পেন ও ইউক্রেনকে পেছনে ফেলে রুশ মেয়েরা।
এই আসরে রাশিয়ার হয়ে চারটি সোনা জেতা সভেতালানা রোমাশিনা বলেন, "আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। আমরা যা যা চেয়েছিলাম তার সবই আমরা করতে পেরেছি। "
সাংহাইয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাতটি সোনা জিতেছিল রুশ মেয়েরা।
প্রতিযোগিতার ২৫ কিলোমিটার সাঁতারে সোনা জিতেছেন জামানির টমাস লুর্জ।
পানির এই ম্যারাথন শেষ করতে তিনি সময় নেন ৪ ঘণ্টা ৪৭ মিনিট ২৭ সেকেন্ড। এ ইভেন্টে মেয়েদের বিভাগে সোনা জিতেছেন ইতালির মার্তিনা গ্রিমালদি।
মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে সোনা জিতেছেন চীনের হি জি। এ নিয়ে ডাইভিংয়ে মোট ৮টি সোনা জিতল দেশটি।
স্পেনের বার্সেলোনায় চলছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’।
প্রতিযোগিতার ১৫তম আসরে ১৮১টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।