একটু আগে এক আওয়ামী লীগ করা বন্ধু কল দিছে-
-তুই এগুলান কি শুরু করছোস? মানুষের একটা ভালো জিনিস তো এপ্রশিয়েট কর ।
আজকে আপা (শেখ হাসিনা ) মানুষ মারার কথা কইতে গিয়া কাইন্দা দিছে । উনি আসলেই প্রধানমন্ত্রিত্ব না মানুষের সেফটি নিয়া চিন্তিত ।
- হ মামা । আসলেই বাজে একটা কাজ হইয়া গেছে ।
খাড়া ভাষণ টা আবার শুনা লাগে
তো ভাষণ নিয়া ঘাটাঘাটি করতে গিয়া যা পাইছি-
"আমি প্রধানমন্ত্রিত্ব চাই না , মানুষের শান্তি চাই । উনি যেভাবে মানুষ মারছেন....উনাকে থামতে বলেন "
(বক্তার ভয়েস কেপে গেলো , মে বি কান্না পাচ্ছিলো উনার ) উনার আবেগ দেইখা আমার চোখেও পানি আসলো । কষ্ট করে ঠেকায় রাখলাম । পুরুষ মানুষের কাদতে নেই..........
কিন্তু কিছুক্ষণ পর ( ততোক্ষণে বক্তার কান্না কাটির পরিমাণ কমছে )
" এবারও আপনাদের ভোটে আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করবো , ইনশাল্লাহ । "
এইবার আর পারলাম না ।
হু হু কইরা কাইন্দালাইলাম । না হয় হইলাম পুরুষ মানুষ! মানুষ তো! কতো সহ্য করা যায়!
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।