ক্যাম্পাস আড্ডায়..
গোলচত্বরে বসে মনে ফুর্তি নিয়ে
তর্কে বিতর্কে চায় যেতে এগিয়ে
দস্যুপানা ও হাতে লাঠি আর নয়
ক্যাম্পাস আড্ডায় তাই যেন শিখা হয় ।
পুকুর ঘাটে খেলার মাঠে আড্ডা জমিয়ে
সকল রকম বিতর্ক কথা এড়িয়ে
সামনের সকল বাধা বিপত্তি মাড়িয়ে
কিভাবে চলবো আলোচনা তাই নিয়ে ।
ক্যাম্পাসে সন্ধ্যায় আড্ডার আসর বসিয়ে
হাঁসি ঠাঠ্রার পরে শান্ত ছেলে হয়ে
পড়ার টেবিলে নতুন করে অনুপ্রেরনা নিয়ে
দেশকে গড়ার প্রত্যায় নিয়ে যায় এগিয়ে ।
ক্যান্টিনে টেবিলে চায়ের কাপ নিয়ে
আড্ডা বসিয়ে সবে হৈ হুলো করে
ক্যান্টিন বয়দের নিয়ে ভাবি একবার
পূরণ করতে পারি তাদের শত আবদার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।