আমাদের কথা খুঁজে নিন

   

একুশে বার্তায় লেখা চাই , মাতৃভাষা ভিত্তিক শ্রেষ্ঠ ম্যাগাজিনে লেখা চাই

একুশ আমার ১ম শেখা অ,আ , ক ১,২ বুলি শহীদ ভাইদের রক্ত লেখা তাদের অনন্ত শ্রদ্ধাঞ্জলি । একুশে সম্পাদকীয় বার্তা এই বাংলাদেশ ছিল একদিন সোনায় সোনায় ভরপুর । ছিল ঐতিহ্য সমৃদ্ধি লোক সংস্কৃতি পরিপূর্ণ , বিশ্বের তীর্থ ভুমি । আজ সময়ের বিবর্তনে সব বিলিন । এখন কি দেখি ? দুর্নীতি , দুঃশাসন , অর্থনৈতিক অবক্ষয় , ক্ষুধা দারিদ্রের এক করুন চিত্র ।

@ ৫২ র একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনায় , ইতিহাস , ঐতিহ্য , চির দিনের জন্য স্মরণীয় /বরণীয় । বাংলার সমস্ত অস্তিত্ত আজ বিশ্ব মাঝে অটুট তাদের দুর্বার আত্তত্যগে , যারা বাংলা ভাষাকে , মায়ের ভাষাকে , বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেল প্রান , স্মরিতাদের গভীর শ্রদ্ধায় ** এই ভাষা ছালাম রফিক , শফিউর ঝব্বার , বরকতের রক্তে লেখা আজ বিশ্ব বুকে বাংলা ভাষার ফুটে বুলি মধু মাখা । তাদের দুর্বার চেতনায় আজ বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত । সেই মহান বীর শহীদানদের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী । সমাজ পরিবর্তন , বিবর্তন নারকীয় মুহূর্তের , বড় পরিতাপের বিষয় প্রতিদিন কি দেখি , পত্র পত্রিকা , দূরদর্শনে , হত্তা , আশান্ত উগ্র ক্ষমতা দখলের ঘৃণ্য রাজনীতি , দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ , অসভ্যতার নারকীয় কাণ্ড খারকানা ।

একদলের বিপদ গামী বর্বরতায় সমাজ কুলুষিত আর একদল যারা সুন্দর পরিবেশে নির্মল বায়ুতে বেচে থাকার স্বপ্ন দেখে তারা আজ ওদের নিকট জিম্মি । গণতন্ত্রের মোড়কে জনসেবার নামে যাদের নিত্য রাজকীয় উদ্যুগ তারাই লুটে গরীবের প্রাপ্য সম্পদ । একদল ক্ষমতার অন্ধে সমাজ ও মানুষের করে ক্ষতি সাধন আর নিরীহ , অসহায় জাতী মরে ধুকে ধুকে নিয়তির নির্মম নিষ্পেষণে । যে জাতী একজন ভাল লেখক কে , ভাল শিক্ষক কে , ভাল প্রতিভার অধিকারি কে মর্যাদা দিতে জানেনা , সে জাতী কখনই স্বাধীন সুসভ্য দাবিদার নয় । হে জাতী সময়ে এস ওইসব বাধা বিপত্তি কুহকের অন্ধকার পরিহারে / সত্যর আওয়াজ তুলে এস ভ্রান্তি পদ ধলে আলোর এ মিছিলে ।

আমার হৃদয়ের মাতৃভাষা সবার হৃদয়ে ফুল হয়ে ফুটুক একুশের চেতনায় উদ্ভুদ্য হোক নব সমাজ গৌরবে বিশ্ব লোকে মাথা তুলে । শুভেচ্ছা সংশ্লিষ্ট সবাইকে , লক্ষ বছর জাগ্রত থাক আমার এ হৃদয়ের বাংলাদেশ বাংলা মোদের মায়ের ভাষা একুশের স্মরণে কবিতা এম ,জি , আর , মাসুদ রানা ফাগুন আসে রাঙা হয়ে বাংলা মায়ের হৃদয় পানে বাংলা ভাষার বোল ফুটে বাঁশের বাঁশী পাখির গানে । বাউল সাধক বাংলা ভাষায় সুরে সুরে মন মাতায় কবির চেতনা এই ভাষাতে কত রঙ্গিন কাব্য সাজায় । এই ভাষারও ধবনি তুলে হাল ধরে মাটে চাষা ছন্দ তালে মাঝির বৈঠা নদীর বুকে ফুটায় ভাষা । এই ভাষা ছালাম রফিক , শফিউর ঝব্বার , বরকতের রক্তে লেখা আজ বিশ্ব বুকে বাংলা ভাষার ফুটে বুলি মধু মাখা ।

ফুলে ফুলে ভ্রমর অলি এই ভাষারই বার্তা আনে তাইতো স্মৃতির মিনার সাজাই বাংলা মায়ের প্রানে প্রানে । বি ;দ্র ; একুশে ম্যাগাজিন একুশে বার্তা লেখা চাই লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ই ফেব্রুযারি একুশে বিষয় ভিত্তিক যে কোন লেখা সংকলিত হবে । *********** পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কমেন্ট শ্রদ্ধার আসন নতুনের দিক নিদর্শন ভাল পরামর্শে বন্ধুর সখ্য পরিহার করি এস মন্দ বাক্য লেখক বলেছেন: লেখা পাঠাবার সুবিধা ইমেইল mashudrana82k@gmail  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.