আমাদের কথা খুঁজে নিন

   

সালথায় আ’লীগের সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা

গত শনিবার (২০ জুলাই) গ্রামের বাড়ি নগরকান্দার বল্লভদী যাওয়ার পথে মাদ্রাসা পট্টি এলাকায় হামলার মুখে পড়েন আতমা হালিম। এ সময় সংঘর্ষ শুরু হরে সাংবাদিকসহ ২০ জন আহত হন।
আতমা হালিম এ হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থকদের দায়ী করলেও ওইপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ঘটনায় ওই রাতেই সাজেদা চৌধুরীর পক্ষের অলিদ ফকির বাদী হয়ে সালথা থানায় আতমা হালিম, তার দুই ভাই হাবিবুর রহমান লুলু ও শফিকুর রহমান মিলনসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০/২৫ জনের নামে হত্যা প্রচেষ্টার হামলা দায়ের করেন।
এদিকে ঘটনার একসপ্তাহ পর শুক্রবার (২৬ জুলাই) সালথা থানায় প্রতিপক্ষের ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০/২৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে পাল্টা মামলা করেন হালিমের পক্ষের মো.জাহাঙ্গীর।


সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন জানান, পুলিশ দুটি মামলাই খতিয়ে দেখছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ওসি জানান, সালথার বল্লবভদীর বাড়িতে যাওয়ার পথে গত ২০ জুলাই শুক্রবার সকালে উপজেলার মাদ্রাসা গট্টি এলাকায় গাড়িবহরে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে হালিম ও  তার ভাগ্নে পিন্টুসহ কয়েকজন আহত হন।
এ সময় হালিম তার লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে প্রতিপক্ষের ৬/৭ জন আহত হন।
এ সময় হালিমের প্রতিপক্ষের লোকজনও তার মাইক্রোবাসে আগুন দেয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।