বুধবার সকালে ফরিদপুর-সালথা সড়কের আগুনদিয়ার মোড় এলাকায় এ হামলা হয়।
আহত চালক সায়েম (৩৩) ও যাত্রী উজ্জ্বলা রাণীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের সালথা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত বাস যাত্রীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় রুটের একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে সালথা থেকে ফরিদপুর যাচ্ছিল। বাসটি আগুনদিয়া মোড়ে পৌঁছলে ৫/৬ জন যুবক হঠাৎ বাসটির সামনে এসে ইট ছুঁড়ে পালিয়ে যায়।
এতে বাসের সামনের কাঁচ ভেঙে বাসচালক সায়েমের মাথায় লাগে। চালকের পাশের সিটে বসা উজ্জ্বলা রাণীও আহত হন।
এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও কয়েকজন যাত্রী আহত হন।
এ অবস্থায় সুপারভাইজার বাসটি চালিয়ে দ্রুত ফরিদপুরের দিকে নিয়ে আসেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সুমন সেন জানান, সায়েম ও উজ্জ্বলা রাণী দুইজনেরই মাথায় ইটের গুরুতর আঘাত লেগেছে।
তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওসার্জারি বিভাগে পাঠানো হয়েছে।
সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।