দুরে তুমি দাড়িয়ে
আমার কাছে উইন্ডজ এক্সপির একটা সিডি ফোল্ডারে কপি করা আছে। এটা অফিসের বসের ল্যাপটপ থেকে নেওয়া। পিসিতে এভাবে আছে,
বস বলে যে এটা নাকি অরিজিনাল এক্সপি। অফিস থেকে নাকি অনেক টাকা দিয়ে কিনছে। বস নাকি অরিজিনাল সিডি টি খুজে পাচ্ছেন না।
কিন্তু এক্সপি সেটআপ করা জরূরি দরকার। ২য় ছবির ফাইল গুলোকে ডাটা হিসেব বার্ন করলাম, কিন্তু বুট করে না। আবার ২য় ছবির ফাইল গুলোকে BurnAware Professional 3.0.1 দিয়ে ইমজে তৈরী করে আবার র্বান করলাম, তাতেও কাজ হলো না। কিভাবে এটাকে ফোলডার থেকে বুটেবল হিসেবে সিডিতে বার্ন করব তা ঠিক বুঝতে পারছি না। আপনাদের কাছে একটু হেল্প চাচ্ছি।
আশা করি হেল্প করবেন।
আমার কাছে বার্নার হিসেবে এগুলো আছে,
BurnAware Professional 3.0.1
Nero-6.6.0.8a
Magic ISO Maker v5.4
Infra Recorder Portable
Xilisoft_ISO_Burner_1.0.56_techtunes_By_Tapu
BurnCDCC
CyberLink.071005(6.0.0)_P2G071001-01
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।