আমাদের কথা খুঁজে নিন

   

মলোন্দহে পৌর আবাসকি এলাকায় ইটভাটা নর্মিানে পরবিশে বনিষ্ট



জামালপুরের মেলান্দহ পৌর আবাসিক এলাকায় ইট ভাটা নির্মানে পরিবেশ বিনষ্ট হওয়ায় পৌর মেয়রের নিকট আবেদন করেছেন এলাকাবাসী। জানা যায়, মেলান্দহ পৌরসভা কার্যালয়, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র ১ কিঃমিঃ দূরে ও মেলান্দহ সরকারী কলেজ সংলগ্ন আদিপৈত এলাকায় মৃত আহাম্মদ আলী সরকারের ছেলে মোঃ দলিল উদ্দিন পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্য করে অজঝ মার্কা বিসিষ্ট ইটের ভাটা নির্মান করেছে। ইটের ভাটা থেকে বিশাক্ত কালো ধোয়া নির্গত হয়ে আশপাশের গাছপালা , ফসলাদী মরে গিয়ে অপূরনীয় ক্ষতি সাধিত হচ্ছে বলে এলাকাবাসীর পক্ষে পৌর মেয়র বরাবর অভিযোগ করেছে সাবেক কাউন্সিলর মেকারাইল বেপারী। এছাড়া ইটের ভাটা সংলগ্ন একটি কিন্ডার গার্ডেন স্কুল থাকায় সেখানেও ক্লাস করতে কমলতি শিশুদের শ্বাস কষ্ট হয় বলেও জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক মেলান্দহ কলেজের শিক্ষাথীরা জানায়, ইটভাটা থেকে নির্গত ধোয়ার কারনে ক্লাসে থাকা যেন দায় কিন্তু অদৃশ্য কারনে কলেজ কতৃপক্ষ এ ব্যাপারে নিরব রয়েছে। উল্লেখ্য যে, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী পৌর এলাকায় ৩ কিঃমিঃ মধ্যে কোন ইটের ভাটা স্থাপনের বিধান না থাকলেও প্রশাসনের চোখের সামনেই পৌর সভার ১ কিঃমিঃ এর মধ্যে ইটের ভাটা স্থাপন করেছে। এ ব্যাপারে মেলান্দহ পৌরসভার সচিব মোঃ শফিকুল ইসলাম ভুঞা অজঝ ইট ভাটার স্বত্তাধীকারী মোঃ দলিল উদ্দিন কে গত ৬ এপ্রিল কারন দর্শাও নোটিশ প্রদান করলেও তিনি নোটিশের কোন জবাব দেয় নাই বলে অফিস সূত্রে জানা যায়। পরিবেশ বিনষ্টকারী কালো ধোয়া নির্গত ইটভাটা আবাসিক এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাপারে জোর দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।