আমাদের কথা খুঁজে নিন

   

মলোন্দহে সচে কমটিি সচবিরে বরিুদ্ধে অবধৈ ছাড়পত্র ও র্দুনীতরি অভযিোগ



আরাফাত হোসেন শিশির\জামালপুরে মেলান্দহ উপজেলায় সেচ কমিটি সচিব উমর ও মেকানিক্যাল জলিলের বিরুদ্ধে অবৈধ ভাবে ছাড়পত্র প্রদান ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাঘাডোবা গ্রামের রহিম উদ্দিনের ছেলে নূর ইসলাম গত ৫ বছর যাবৎ পাঁচ ঘোড়া সেচ পাম্পের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করে আসছে। যার হিসাব নং ৫৯০/১৭১৫ ও মিটার নং ৬৭০৪৬৬। কিন্তু সেচ কমিটির সচিব উমর ও মেকানিক্যাল জলিল মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাত্র ১৫০ থেকে ২০০ ফুট দূরে বকুল খানের ছেলে সাহেব বাবুকে সেচ বডিং করার ছাড়পত্র প্রদান করে। পল্লী বিদ্যুতের আইন অনুযায়ী একটি সেচ পাম্প থেকে অপর সেচ পাম্পটি ৭৫০ ফুট দূরত্ব থাকতে হবে। এ রকম ভাবে সেচ কমিটির সচিব ও মেকানিক্যাল জলিল প্রায় শতাধিক অবৈধ ছাড়পত্র প্রদান করেছে। এ ব্যাপারে সচিব উমরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ সব ছাড়পত্র রাজনৈতিক নেতাদের চাপে করেছি। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।