ছোট কাগজকর্মী
আগুন তোমায় ভালোবাসি
(এ্যাক)
পথ যেতে যেতে ক্লান্তিতে , পথ যেতে যেতে একাকিত্ত্বে,আগুন আমায় সঙ্গ দিও। যুদ্ধ ও সন্ধিতে,ক্ষুধা – দারিদ্রতায় অথবা ভালোবাসায় হেরে গেলে, আগুন আমায় সঙ্গ দিও।
(দুই)
আমার তুমি বন্ধু হলে
আগুন তোমায় খেলতে নেব,
দুধমাখা ভাত ইলিশের ঝোঁল
তাও দেব।
আগুন তুমি বন্ধু হবে?
বন্ধু হলে,সবই পাবে
চরকাকাঁটা চাঁদের বুড়ি
নিজ হাতে তার চরকা দেবে।
আর কি পাবে জানো –
আমার বুকের ভালোবাসায়
লেখা পত্র খানও।
শীতের রাত ২
হরেন খুড়োর চা দোকানে যারা গিয়েছিল একবার এই শীতে,তাহারা জানে ;
চা মানে রক্ত,মানুষের রক্ত। আমাদের খুড়ীমা রোজ বসে থাকে - কখোন বারোটা বাজে।
শেষমেষ বারোটা বেজেছিল কিন্তু রক্ত বেঁচে হরেন খুড়ো ফেরেনি। এই শীত মানুষের রক্ত বেঁচা
শীত।
এখন চা'র দোকান বহুতল ভবন।
আর আমাদের হরেন খুড়ো নিতান্তই স্মৃতি।
১৫০১২০১১
পানথোপথ,ঢাকা
আমার কোনো ঈশ্বর নেই -২
ঈশ্বর তোমার মুক্তি নেই
তুমি বিশ্বাসহীন - অসৎ
মানুষের পুজোয় তুমি তুষ্ট নও
তাই দেবরাজ্যে নর্তকীর ব্যবস্থা করো
ছিঃ ঈশ্বর !
তোমারও যৌনক্ষুধা আছে
তুমিও ধর্ষক
তাহলে তুমি কিসের ঈশ্বর
আমার কোনো ঈশ্বর নেই
তুমি ভন্ড।
ভন্ডরা ইশ্বর হয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।