আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা তথাকথিত ইসলামি রাস্ট্র পাকিস্তান ২য় পর্ব ।

পেশায় নাবিক নেশায় যাযাবর

। ভেবেছিলাম পাকিস্তান নিয়ে শুধু একটি লেখাই লিখবো । কিন্তু অনেকের অনুরোধে আবারও লিখতে বসলাম । পাকিস্তানে আমাদের থাকার কথা ছিল মাত্র ১০ ঘণ্টা। কিন্তু হরতালের কারনে প্রায় ৮০ ঘণ্টা থাকতে হয়েছিল ।

আর যেহেতু ইন্ডিয়ানদের বাইরে বেড়ানো অনুমতি নাই আমরা দুজন মনের শুখে ঘুরে বেরিয়েছি। (যারা আমার প্রথম লেখাটি পড়েন নি তাদের জন্য নীচে লিংক দেয়া হয়েছে )পাকিস্তানিরা খাওয়া দাওয়ায় ওস্তাদ । এখানে রয়েছে প্রচুর ফুড কোর্ট । আপনি চাইলে অল্প খরচে বেশ ভাল খবার পাবেন । টিক্কা , কাবাব , জিলাপি চোখ বন্দ্ব করলে এখন জিভে স্বাদ পাই ।

আজ পর্যন্ত কোথাও ঐ রকম স্বাদ পাইনি । আদমজী দাউদ রোডে বিশ্বের বড় বড় খাবারের নামকরা দোকান গুলো আছে । আমার দেখা বড় খাবারের একটি মেলা ! এর কাছেই আছে বড় বড় হোটেল গুলো । অবাক করা ব্যাপার হল এখানের বার গুলো অনেক ওপেন । সাথে আছে ডিস্কো ! যদিও পাকিস্তানিদের যাওয়া নিষেধ ।

কিন্তু ভিতরে গেলে দেখবেন ওদের সংখ্যাই বেশি । সি বীচেও গিয়েছিলাম । অবস্থা খুবই করুন । প্রচুর লোকের সমাগম হলেও নেই কোন সুযোগ সুবিধা । মাঝে মধ্যে কিছু ঝুপড়ি পাবেন !( এরকম একটি ঝুপড়ির ছবি দিলাম) তবে সাবধান ! ওখানে পাওয়া যায় ড্রাগস/আর্মস ।

বড় বড় হোটেল গুলো নিজস্ব ভাবে কিছু ব্যাবস্থা নিয়েছে। সুন্দর সুন্দর টেবিল / চেয়ার / ছাতা সহ খাবার ও পানীয় জলের আয়োজন। তবে তা সন্ধার পর এবং প্রচুর নিরাপত্ত্বাসহ । চাইলেই ঢুকতে পারবেন না । আমার খুব শখ ছিল করাচী ন্যাশনাল স্টেডিয়ামটা দেখার (যে মাঠের অনেক ক্রিকেট খেলা দেখেছিলাম টিভিতে)।

সে আশাও পূর্ণ হয়েছিল । স্টেডিয়াম যাওয়ার পথে দেখেছিলাম পাকিস্তানের তখন পর্যন্ত সবচেয়ে উচু বিল্ডিং এমসিবি টাওয়ার (১১৬ বা ১১৮ মিটার )। এরই মাঝে দেখা পড়েছিল কায়েদ-এ-আজম বিমান বন্দর । সত্যিই বলতে গেলে এটা দেখে খুব ভাল লেগেছিল । না এটি খুব ভাল কোন বিমান বন্দর নয় ।

ভাল লেগেছিল এই কারনে , ওটা দেখার আগ পর্যন্ত আমার মনে হত আমাদের বিমান বন্দরটাই সবচেয়ে খারাপ। পাকিস্তান থেকে প্রচুর শার্ট , বেড কাভার ও একটি লেদার জ্যাকেট এনেছিলাম । জ্যাকেটটা কোন দিন পড়তে পারিনি । কারন ঐ রকম শীত কখনো পাইনি । বছর দুই হল ফেলে দিয়েছি ।

আমাদের দেশে প্রচুর পাকিস্তানিরা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করে। বড় বড় টেক্সটাইল গুলো সব ওদের দখলে । ওরা আসে একটি টিম হিসাবে । প্রচুর টাকা নেয়। আমাদের শিল্পপতিরা বেজায় খোশ থাকে ওদের নিয়ে ।

আমি প্রায় দু বছর টেক্সটাইল কনসাল্টেন্ট হিসাবে কাজ করেছিলাম। তখন দেখছি ওদের কাছে কত অসহায় আমাদের শিল্পপতিরা। ওরা যা বলবে তাই হবে । ওরা কখনো আমাদের কর্মীদের কাজ শিখায় না । এবং খুব খারাপ ব্যাবহার করে ।

আমাদের অনেকই বাংলাদেশকে পাকিস্তানের আদলে দেখতে চায় । আবার অনেকেই বলে থাকেন এদেশকে কোন ভাবেই পাকিস্থান বানাতে দিবেন না । এই দুই শ্রেণীর লোকদের প্রতি আমার করুনা হয় । কারন এর কোনটিই সম্ভব না । আমার দেখা সবচেয়ে অরাজকতার দেশ হল পাকিস্থান ।

ব্যর্থ রাষ্ট্রের জলজ্যান্ত উদাহরন পাকিস্তান। অনেকে বলে থাকেন পাকিস্থান পারমাণবিক বোমা বানায় । মিসাইল বানায় । আসল খবর এগুলোতে ওদের কোন কৃতিত্ব নেই। ইন্ডিয়াকে চাপে রাখার কৌশল হিসাবে চীন সবধরনের সহযোগিতা করে ।

আর কোরিয়া পারমাণবিক বোমার তথ্যের বিনিময় মিসাইল টেকনোলজি শেয়ার করে । আর ইন্ডিয়ায় যত সন্ত্রাসী কাজ হয় পাকিস্তানের আই এস আইয়ের উপর দোষ চাপিয়ে ওরা নিজেদের রক্ষা করে । সিঙ্গাপুরে আমাদের সাথে ৭/৮ জন পাকি ছিল । প্রায় এক বছর আমরা একসাথে পড়াশুনা করেছি । ওদের কাছ থেকে জেনেছি পাকিদের করুন কাহিনী।

যাদের একটু সমর্থ আছে তারা তাদের সব টাকা পয়সা দুবাই রাখে । সুযোগ পেলেই চলে যায় ইংল্যান্ড । পাকিদের দ্বিতীয় হোম হচ্ছে ইংল্যান্ড কেন জানিনা (ব্লগের কার জানা থাকলে একটু জানাবেন)। পাকিরা খুব সহজেই ওখানে চলে যেতে পারে । যেখানে ইউরোপের অন্যান্য দেশে ওরা অঘোষিত নিষিদ্ব।

এমনকি সিঙ্গাপুরেও ভিসার জন্য অনেক ঝামেলা হয়। পাকিস্তান থেকে আমরা গিয়েছিলাম সিঙ্গাপুরে। পৌঁছানর সাথে সাথে কোস্ট গার্ড আমাদের ঘিরে ফেলল । প্রায় ৩০ জন সেনা মিলে পুড় জাহাজ সার্চ করল কুকুর দিয়ে। বেশ অবাক হয়েছিলাম ।

কারন জীবনে এতবার সিংগাপুর গিয়েছি কোন দিন এমন হয়নি । পড়ে জানলাম পাকিস্তান থেকে ড্রাগস আসে জাহাজে করে । ওরা লুকিয়ে জাহাজে রেখে দেয়। ওদের লোক ওখান থেকে নিয়ে নেয়। বহির্বিশ্বে এটাই হল পাকিস্তানের ভাবমূর্তি ।

আমার দেখা পাকিস্তান ১ম পর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.