student
এটি একটি বাস্তব কাহানি। আমরা গ্রামে যায় বেডাতে। তখন ঈদের ছুটি সবাই একসাথে গেলাম। রাতের খাবার খাওয়া পর সুয়তে মাদ্রাসার ছাদে গেলাম যেহেতু বাসায় লোক বেশী। আমার সাথে ৪জন ছেলে ছিল।
সবাই গল্প করতে করতে ঘুমিয়ে পডল। রাত যখন গভীর হলো ঠীক ২টা-৩টা তখন হটাৎ ১টা আওয়াজ শুনতে পেল আমার ১বন্ধু । সকালে সে আমাদের কে কথাটা বল্লে আন্তত আমি বিশ্বাস করিনি। কারন এসব আমি বিশ্বাস করতাম না। পরের রাত আবার ঘুমাতে যাই কিন্ত সেই রাতে আমরা২জন ছিলাম।
আমি একা মশারি টংগাছিলাম হটাৎ দেখি একটা বড(১;৫০") মাছি এসে আমাকে হিট করতেছে তখন শরীর নডাছডা করতে পারছিলাম না। মাছি টা ঘুরে ঘুরে এসে আমাকে হিট করতেছে তখন সিদ্বান্ত নিলাম হঠাৎ মশরির ভেতর ঢুকতে। ঢুকে ও গেলাম এর পর ও দেখী ঐ মাছিটা কিছুক্ষন তারপর চলে গেল। এর পর দেখি একটা কাল বিডাল এদিকসেদিক লাফালাফি করে সেটাও গেল। পরবর্তী আসে একটা অনেক বড আকারের দ্বৈত্য বা জ্বন জার এক পা ব্লিডং এর এ মাতা থেকে ঐ মাথায়.................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।