আমাদের কথা খুঁজে নিন

   

রিলিজ পেল উবুন্টুর নতুন ভার্সন ১১.০৪ - কোডনেম “ন্যাটি নারওয়াল”

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই।
উবুন্তু পাগলাদের অপেক্ষার প্রহর শেষ! উবুন্তুর নির্মাতা প্রতিষ্ঠান ক্যানোনিকালের ঘোষনা অনু্যায়ী আজ ২৮ এপ্রিল রিলিজ পেল উবুন্টুর নতুন ভার্সন ১১.০৪ কোডনেম “ন্যাটি নারওয়াল” এই ভার্সনটিতে এসেছে লিনাক্স কার্নেলের নতুন ভার্সন 2.6.38.3, যা সার্বিকভাবে অপারেটিং সিস্টেমটির পারফর্মেন্স বাড়াবে। নোম (GNOME) ডেস্কটপ শেলের বদলে নিয়ে আসা হয়েছে “ইউনিটি” নামের পরিচ্ছন্ন ডেস্কটপ ইন্টারফেস, যা নিজে থেকেই কম্পিজ উইন্ডো ম্যানেজার ব্যবহার করবে।

ইউনিটি থ্রিডি এর বদৌলতে এবারের উবুন্টু শুরু থেকেই ভিজুয়াল দিক থেকে আরও অনেক বেশী আকর্ষনীয় হবে। নতুন এই চেহারা ভাল না লাগলে পুরাতন চেহারায় ফিরে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। লো কনফিগারেশন পিসিতে রিসোর্স বাঁচাতে ইউনিটি নিজে থেকেই কম্পিজ থেকে ক্লাসিক লুকে চলে যাবে। যেহেতু, এবারের উবুন্টুর ভার্সনটিতে ভিজুয়ালি আকর্ষনীয় করার প্রতি খুব গুরুত্ব দেয়া হচ্ছে তাই নতুন গ্রাফিক্স ইফেক্টের কারনে স্মুথলি চলার জন্য নূন্যতম হার্ডওয়্যার রিকয়্যারমেন্ট কিছুটা বেড়ে যেতে পারে। ওপেন অফিসের বদলে থাকছে লিব্রা অফিস।

ডিফল্ট মিউজিক প্লেয়ার হিসেবে রিদমবক্স পরিবর্তন করে বানশী দেয়া হবে। আর ডিফল্ট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ৪. উবুন্টু ফন্ট এর নতুন ভার্সন "উবুন্টু লাইট"সহ নতুন নতুন ওয়ালপেপার তো থাকছেই! পরিবর্তন এসেছে কন্ট্রোল প্যানেলেও- কিভাবে পাওয়া যাবে ন্যাটি নারওয়াল? ShipIt সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ায় আগের মত ঘরে বসে ফ্রি ফি এখন আর উবুন্টু সিডি পাওয়া যাবেনা। তাই হয় উবুন্টুর ৭০০ মেগাবাইট আইএসও ইমেজটি নিজেই ডাউনলোড করে নিতে হবে নয়ত অন্য কারও থেকে সংগ্রহ করে নিতে হবে। ডাউনলোড লিঙ্কঃ উবুন্টুর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আর ডিরেক্ট ডাউনলোডে সমস্যা হলে টরেন্ট তো আছেই!! ডাউনলোড দিলাম...আর কে কে ডাউনলোড দিচ্ছেন/দিবেন জোরে আওয়াজ দেন
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।