আমাদের কথা খুঁজে নিন

   

আপনি পারবেন তো আপনার মানুষটির জন্য এতটুকু করতে?

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

২৩ বছরের সানি তার ভালবাসার মানুষের সাথে আড়াই বছর ধরে পাশাপাশি আছে। কিন্তু সেই ভালবাসার মানুষটি আজ আর কথা বলে না, একটা এক্সিডেন্ট আজ তাকে কোমায় রেখে দিয়েছে। এক্সিডেন্ট এর পূর্বে সানি পড়াশোনা করত। আর তার ভালবাসার মানুষটিও ছিল উৎফুল্ল প্রাণের এক পুস্পপাপড়ি। এক্সিডেন্ট এর পর থেকে সানি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে তার সর্বস্ব দিয়ে চেস্টা করছে তার মানুষটির পাশে থাকবার। নিঃসন্দেহে ভালবাসার এক অনন্য নিদর্শন এটি। বিয়ের বন্ধনে আবদ্ধ না হয়েও যে মানুষটি তার কাছের মানুষের জন্য নিজের সব সুখ ত্যাগ করে দিতে পারে, তাকে তো মহান বলাই যায়। জানি না সানির নিঃস্বার্থ ভালবাসায় তার ভালবাসার মানুষটি সুস্থ জীবনে ফিরবে কিনা, তবে এতটুকু কিন্তু বলাই যায় এথেকে আমরা নিজেদের ভালবাসার মানুষটির জন্য একটু আলাদা করে ভাবতে শিখব। ভালবাসা হোক নিঃস্বার্থ, ভালবাসা হোক সুখের। ইউটিউব ভিডিও লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.