পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" 'সরকারি চাকরির আচরণবিধি-১৯৭৯' অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অন্য কোনো লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। তবে আইনের সঠিক প্রয়োগ না হওয়ার সুযোগে তাঁদের অনেকেই শেয়ারবাজারে লেনদেন করে আসছিলেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এত দিন শিথিল থাকা আইনটির প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি সূত্র বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। ঠিক হয়েছে, শিগগিরই এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।