ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ...... মরিবার হল তার সাধ ।
আপনি গেছেন বোনের বাড়ি বেড়াতে।ভাগ্নে-ভাগ্নীরা আপনাকে ঘিরে ধরেছে......আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে।
আপনার সামনে তিনটা মুখবন্ধ জার । একটা তে দুধ,একটাতে জুস,একটাতে চিনি।
বাইরে থেকে ভিতরে কি আছে দেখা যায়না।
প্রতিটা জারেই লেবেল দেওয়া আছে।কিন্তু সবগুলো লেবেলই উল্টো-পাল্টা !
যেমন দুধ লেবেলিং করা জার এ দুধ ছাড়া যে কোনো কিছু থাকতে পারে!!!
মাত্র একটা জার ঝাকিয়ে বলে দিতে হবে কোনটাতে কি আছে।
বুদ্ধির পরীক্ষায় পাশ করতে পারবেন তো???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।