আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের টাইম মেশিন



গুগল বিভিন্ন সময়ে নতুন নতুন উদ্ভাবনী মেধা শক্তিতে চমকপ্রদ সব বিষয় উপস্থাপন করে। তাদেরই এই ধরণের উদ্ভাবনী কাজ যেমন আমাদের জীবনযাত্রা করে অনেক স্বাচ্ছন্দ্যময়, সাথে সাথে এর মজাও অনেক। গুগল ম্যাপের কথাই ধরুন না, কেউ কি আগে কখনও ভেবেছে এই ভাবে? আমাদের দেশের জন্য গুগলের স্ট্রিট ভিউ না থাকলেও যারা একটু ঘাঁটাঘাঁটি করে আমেরিকার বিভিন্ন রাস্তাঘাট দেখেছেন তারা নিশ্চই জানেন যে এটি কতটা কাজের এবং কতটা মজার। যাই হোক, সেই গুগল এবার বানাল টাইম মেশিন। না এটি কোন আপনাকে হয়ত পূর্ববর্তী কোন সময়ে নিয়ে যাবে না। কিন্তু এটি আপনাকে অত্যন্ত উচ্চ রেজুলেশনের ছবির মাধ্যমে পিছনের বিভিন্ন সময়ের অবস্থা দেখাবে। Carnegie Mellon University এর Robotics Institute এর গবেষকরা এই টাইম মেশিনটি তৈরি করেন, যার নাম হচ্ছে GigaPan Time Machine। এই সিস্টেমটি তার ভিউয়ারদের প‌্যান এবং জুমিংয়ের মাধ্যমে একই সময়ের ছবি, ভিডিও ইত্যাদি যেমন দেখায়, ঠিক তেমনি সময়ের আগ-পিছও করা সম্ভব। এছাড়া আরও অনেক ফিচার থাকছে এটিতে। তথ্যসুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।