I realized it doesn't really matter whether I exist or not.
অনলাইন জায়ান্ট গুগলের দশ বছর পূর্তি হলো। এই দশ বছরে গুগল অনলাইন জগতে ঘটিয়েছে সবচাইতে বড় বিপ্লব। গুগলের আবির্ভাব না হলে আজকের নেট দুনিয়া এতটা সহজ ও বিস্তর হতো না। শুধুমাত্র গুগলই মানুষের সময়ের মূল্য বুঝে তৈরি করেছে দ্রুততম নেট সার্ফিংয়ের ব্যবস্থা [গুগল সার্চ]। শুধুমাত্র গুগলের কিছু সেবার জন্যই তৈরি হয়েছে হাজার হাজার ওয়েবসাইট যা এমনিতে তৈরি হতো না [গুগল অ্যাডসেন্স]।
গুগলের শক্তিশালি অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে বহু কোম্পানী আজ বিখ্যাত [গুগল অ্যাডওয়ার্ড]। গুগল করে দিয়েছে মানুষের জীবনকে অনলাইনমুখী। এখন আর ওয়ার্ড প্রসেসিং, বা এমএস এক্সেল বা পাওয়ারপয়েন্টের কাজ করতে মানুষের নিজস্ব কম্পিউটারেরও প্রয়োজন নেই [গুগল ডকস]। গুগল করে দিয়েছে সবকিছু অনলাইনে। এছাড়াও সহজতর ও দ্রুততর পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি [গুগল পেজ ক্রিয়েটর।
বর্তমানে গুগল সাইটস] বা ব্লগিং প্লাটফরম [ব্লগার] করার সুবিধাও দিয়েছে গুগল। এছাড়াও রয়েছে টাইম মেইনটেইনিংয়ের জন্য আকর্ষণীয় সব সেবা [গুগল ক্যালেন্ডার]। এছাড়াও রয়েছে গুগল গ্রুপস। অনলাইনে ছবি রাখার জন্য আছে বিশেষ অ্যালবাম [পিকাসা ওয়েব]। শক্তিশালি ও সহজ ব্যবহারবান্ধব চ্যাটিং সার্ভিস যা জিমেইলে লগইন করলেই চ্যাট করা যায় [গুগল টক]।
আর আছে নতুন এক অনলাইন জগতে প্রবেশের সুবিধা [গুগল লাইভলি]। আর নতুন প্রজন্মের ওয়েবসাইট দর্শনের জন্য ব্যবহারবান্ধব ব্রাউজার [গুগল ক্রোম]। এছাড়াও গুগল রেডার, অ্যানালাইটিক্স, অ্যাপস, গ্যাজেটস আর জিমেইলের কথা নাহয় বাদই দিলাম।
এত কিছুর পরও গুগল নিজেকে সমৃদ্ধ মনে করছে না। গুগলে কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা তেমনটাই বলছেন।
তাদের মতে, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। অর্থাৎ, বেস্ট সময়টা আসতে এখনো বাকি। তারমানে গুগল আরো আকর্ষণীয় সব সুবিধা দিতে প্রস্তুত আগামী দশ বছরে।
গুগল মূলত জনপ্রিয় হয়েছে একটি কারণে। সেটি হচ্ছে এর সব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটই হচ্ছে Simply the Smarter যা গুগলের User-Friendliness এর মূল কারণ।
গুগল ভবিষ্যতে কী কী আনবে, তা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। তবে অপেক্ষা করা যেতে পারে। সত্যিকারের জায়ান্ট গুগল অনলাইনে আর কী কী বিপ্লব ঘটাবে, সেটাই দেখার অপেক্ষায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।