আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের গুগল ফোন

লাইভ ওয়েব টিভি এর ব্লগ

২০০৭ সালে হঠাৎ করে প্রযুক্তি জগতে একটা গুজব রটে গেল যে, গুগল করপোরেশন এপলের আইফোনের সাথে প্রতিযোগিতা করতে একটি স্মার্ট ফোন বাজারে ছাড়তে যাছ্ছে। এর প্রধান নির্বাহীরা পরিস্কার জানিয়ে দিলেন, গুগল শুধু "অ্যান্ডইড" নামের একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করতে যাছ্ছে । সম্প্রতি গুগলের অ্যান্ডইড অপারেটিং সিস্টেমচালিত একটি মোবাইল বাজারে ছাড়া হয়েছে। যুক্তরাস্ট্রে অ্যান্ডইড দারুনভাবে তার খ্যাতি ছড়িরে চলছে, তাই হ্যান্ডসেট উৎপাদনকারী অনেক কোম্পানিই সম্প্রতি অ্যান্ডইডচালিত ফোন তৈরির পরিকল্পনার ঘোযনা দিয়েছে। উল্লেখ্য, গুগলের এই ফোনটির নাম দেয়া হয়েছে জি১।

আমাদের এই নিবন্ধে গুগল ফোনের কিছু চমকপ্রদ কিছু বৈশিয্ট তুলে ধরা হয়েছে- টাচ স্ক্রিনঃ গুগল ফোনে রয়েছে টাচ স্ক্রিন সুবিধা। আঙ্গুলের ছোঁয়ায় আপনি পুরা ফোনটি ব্রাউজ করতে পারবেন। লক ও আনলকঃ আপনার তথ্যগুলো প্রাইভেট করে রাখতে পারবেন। অনাকাঙ্কিত কল থেকে ফোনটিকে নিরাপদ রাখতে পারবেন। কোয়ার্টি কীবোর্ডঃ রয়েছে চমৎকার একটি কীবোর্ড।

যার মাধ্যমে সহজেই আপনি ই-মেইল টাইপ অথবা টেক্সট লিখতে পারবেন। ওয়ান টাচ গুগল সার্চঃ খুব সহজেই গুগল সার্চের জন্য একটি ফিচার এ্যাড করা হয়েছে। ভয়েসের মাধ্যমে গুগল সার্চঃ কীবোর্ড ব্যবহার না করে ভয়েসের মাধ্যেমেও আপনি আপনার সার্চটি করতে পারবেন এ সুবিধা ব্যবহারের মাধ্যমে। কন্টেক্সুয়াল সার্চঃএকটি নির্দিষ্ট ফরমেটের ফাইল খুঁজতে বা কোন বন্ধুর কন্টাক্ট এড্রেস খুঁজতে এটি ব্যবহার করতে পারবেন। সহজলভ্য গুগল এপ্লিক্যাশানঃ গুগল ম্যাপ, জিমেইল, ইউটিউব, গুগল ক্যালেন্ডার, গুগল টক ইত্যাদি খুব সহজেই এক্সেস করতে পারবেন।

থ্রি-জি নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই এক্সেসঃ রয়েছে থ্রি-জি নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই এক্সেস। তাছাড়া টু-জি এবং এডজ নেটওয়ার্কেও কাজ করা যায়। তাছাড়া রয়েছে- ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা অডিও প্লেয়ার কাস্টোমাইজ্যাবল হোম স্ক্রিন নোটিফিকেশান প্যান কালার অপশন ব্রাউজ করুনঃ ২০০৭ সালে হঠাৎ করে প্রযুক্তি জগতে একটা গুজব রটে গেল যে, গুগল করপোরেশন এপলের আইফোনের সাথে প্রতিযোগিতা করতে একটি স্মার্ট ফোন বাজারে ছাড়তে যাছ্ছে। এর প্রধান নির্বাহীরা পরিস্কার জানিয়ে দিলেন, গুগল শুধু "অ্যান্ডইড" নামের একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করতে যাছ্ছে । সম্প্রতি গুগলের অ্যান্ডইড অপারেটিং সিস্টেমচালিত একটি মোবাইল বাজারে ছাড়া হয়েছে।

যুক্তরাস্ট্রে অ্যান্ডইড দারুনভাবে তার খ্যাতি ছড়িরে চলছে, তাই হ্যান্ডসেট উৎপাদনকারী অনেক কোম্পানিই সম্প্রতি অ্যান্ডইডচালিত ফোন তৈরির পরিকল্পনার ঘোযনা দিয়েছে। উল্লেখ্য, গুগলের এই ফোনটির নাম দেয়া হয়েছে জি১। আমাদের এই নিবন্ধে গুগল ফোনের কিছু চমকপ্রদ কিছু বৈশিয্ট তুলে ধরা হয়েছে- < img src="http://pimg.s3.amazonaws.com/img/8310.1243534610.lg-google-phone.jpg"> টাচ স্ক্রিনঃ গুগল ফোনে রয়েছে টাচ স্ক্রিন সুবিধা। আঙ্গুলের ছোঁয়ায় আপনি পুরা ফোনটি ব্রাউজ করতে পারবেন। লক ও আনলকঃ আপনার তথ্যগুলো প্রাইভেট করে রাখতে পারবেন।

অনাকাঙ্কিত কল থেকে ফোনটিকে নিরাপদ রাখতে পারবেন। কোয়ার্টি কীবোর্ডঃ রয়েছে চমৎকার একটি কীবোর্ড। যার মাধ্যমে সহজেই আপনি ই-মেইল টাইপ অথবা টেক্সট লিখতে পারবেন। ওয়ান টাচ গুগল সার্চঃ খুব সহজেই গুগল সার্চের জন্য একটি ফিচার এ্যাড করা হয়েছে। ভয়েসের মাধ্যমে গুগল সার্চঃ কীবোর্ড ব্যবহার না করে ভয়েসের মাধ্যেমেও আপনি আপনার সার্চটি করতে পারবেন এ সুবিধা ব্যবহারের মাধ্যমে।

কন্টেক্সুয়াল সার্চঃএকটি নির্দিষ্ট ফরমেটের ফাইল খুঁজতে বা কোন বন্ধুর কন্টাক্ট এড্রেস খুঁজতে এটি ব্যবহার করতে পারবেন। সহজলভ্য গুগল এপ্লিক্যাশানঃ গুগল ম্যাপ, জিমেইল, ইউটিউব, গুগল ক্যালেন্ডার, গুগল টক ইত্যাদি খুব সহজেই এক্সেস করতে পারবেন। থ্রি-জি নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই এক্সেসঃ রয়েছে থ্রি-জি নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই এক্সেস। তাছাড়া টু-জি এবং এডজ নেটওয়ার্কেও কাজ করা যায়। তাছাড়া রয়েছে- ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা অডিও প্লেয়ার কাস্টোমাইজ্যাবল হোম স্ক্রিন নোটিফিকেশান প্যান কালার অপশন সৌজন্যেঃ টেকনোলজি ব্লগ- http://www.blog.comjagat.com


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।