আমাদের কথা খুঁজে নিন

   

রবীঠাকুরের সুভা’ গল্পের সুভার পর পূর্ণিমা



রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পের চন্দরা, ‘সুভা’ গল্পের সুভার পর পূর্ণিমা এবার ত্যাগ নাটকের কুসুম চরিত্রে অভিনয় করছেন। পঁচিশে বৈশাখ উপলক্ষে চ্যানেল আইয়ের জন্য নির্মিত হলোত্যাগ নাটকটি। এটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। নাটকটির চিত্রায়ণ হয়েছে কালিয়াকৈরে। পূর্ণিমা বললেন, ‘এর আগে চলচ্চিত্রে রবীন্দ্রনাথের ‘শাস্তি’ ও ‘সুভা’ গল্প অবলম্বনে চন্দরা ও সুভার চরিত্রে অভিনয় করেছি।

নাটকে এবারই প্রথম রবীন্দ্রনাথের গল্প নিয়ে নাটকে কাজ করছি। ত্যাগ নাটকের গল্পটি পড়েছি। কুসুম চরিত্রে ভালো কাজ করার সুযোগ আছে। সেভাবেই কাজটি করেছি। ’ নাটকে হেমন্ত চরিত্রে অভিনয় করছেন শোয়েব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।