হারিয়ে যায় মন আঁধারে
কুমিল্লা থেকে সিলেট,দীর্ঘপথ মুখোমুখি ট্রেন ভ্রমন করছিলেন দুজন ভদ্রলোক,১ম ব্যক্তি প্রোগ্রামার আর অন্যজন ইন্জিনিয়ার। দীর্ঘ পথের একঘেয়েমী দূর করার জন্য প্রোগ্রামার সাহেব, ইন্জিনিয়ারকে একটি ফান গেম খেলার আমন্ত্রণ জানালেন। ক্লান্ত বোধ কারতে থাকা ইন্জিনিয়ার হালকা ঘুম দিতে আগ্রহী,তাই তিনি সবিনয়ে না বল্লেন। অতঃপর প্রোগ্রামার খুলে বললেন যে,খেলাটি অত্যন্ত সহজ এবং আনন্দদায়ক:আমি আপনাকে একটি প্রশ্ন করব,আপনি জবাব দিতে না পারলে আপনি আমাকে ১০০ টাকা দেবেন,তারপর আপনি আমাকে প্রশ্ন করবেন,জবাব দিতে না পারলে আপনাকে ১০০ টাকা দেবো। আবারো ইন্জিনিয়ার ভদ্র ভাষায় প্রত্যাখান করলেন।
একটু অসহিস্নু হয়ে প্রোগ্রামার বললেন,"ঠিক আছে,যদি আপনি জবাব দিতে না পারেন তবে আমাকে ১০০ টাকা দেবেন,আর আমি জবাব দিতে না পারলে আপনাকে ১০০০ টাকা দেবো। হাতের কাছে ল্যাপটপ থাকায় প্রোগ্রামার নিজের ব্যাপারে খুব আত্নবিশ্বাসী। এবার ইন্জিনিয়ারকে আগ্রহী দেখালো,সে বুঝতে পারলো খেলায় অংশগ্রহন করাই বুদ্ধিমানের কাজ,অন্যথায় প্রোগ্রামারকে নিরস্ত করা যাবে না। অতপর প্রোগ্রামার তার প্রথম প্রশ্ন করলেন"সূর্যের ওজন কত?"ইন্জিনিয়ার কোনো জবাব দিলেন না,নিরবে পকেট থেকে ১০০ টাকা বের করে প্রোগ্রামারকে দিলেন। এবার ইন্জিনিয়ারের প্রশ্ন করার পালা-"কোন প্রাণী তিন পায়ে পাহাড়ে উঠে,নামার সময় চার পায়ে নামে" প্রোগ্রামার বিস্মিত চোখে তাকালো।
সে তার ল্যাপটপ ওপেন করল এবং সমস্ত রেফারেন্স ঘেটে দেখলো,ইন্টার্নেটে সার্চ করল কিন্তু কোথাও সঠিক উত্তর পেলো না,অতঃপর সে তার বন্ধুদের কাছে জবাব চেয়ে ই-মেইল পাঠালো,এখানেও ব্যার্থ। এক ঘন্টা পর সে পরাজয় মেনে নিয়ে ইন্জিনিয়ারকে ঘুম থেকে ডেকে তুলল এবং শর্তানুযায়ী ১০০০ টাকা দিলো। টাকা হারালেও সে ইন্জিনিয়ারকে অভিনন্দন জানালো এবং সঠিক উত্তর জানতে চাইল। ইন্জিনিয়ার কোনো কোথা না বলে আবার পকেটে হাত দিলো,১০০ টাকা বের করে প্রোগ্রামারকে দিলো এবং ঘুমুবার প্রস্তুতি নিতে লাগলো।
বি দ্র: কেউ ভুল বুঝবেননা,আমি এখানে প্রোগ্রামার কিংবা ইন্জিনিয়ার দের পচানোর চেষ্টা করিনি।
ইন্টারনেট রেফারেন্স ঘাটাঘাটিতে প্রোগ্রামার-রা ভালো আর ইন্জিনিয়ার-রা একটু বাস্তববাদী হয় দেখে এই দুটি উদাহরণ ইউজ করেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।