আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনের প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে সম্মত, আর একটি বিপ্লব হতে যাচ্ছে



ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শর্ত সাপেক্ষে ক্ষমতা ছেড়ে দিতে সম্মত হয়েছেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, গালফ আরব রাষ্ট্রগুলোর দেওয়া পরিকল্পনা অনুযায়ী বিরোধীদের সঙ্গে সমঝোতা চুক্তি সাক্ষরের এক মাস পর সালেহ তাঁর উপ-প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। চুক্তির শর্ত অনুযায়ী তাঁকে বিচার থেকে দায়মুক্তি দিতে হবে। প্রেসিডেন্ট সালেহ এ পরিকল্পনা গ্রহণ করেছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সব পক্ষকে দ্রুত ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এদিকে দেশটির বিরোধী নেতা ইয়াসিন নোমানও এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, তাঁরা প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে অংশ নেবেন না। দেশটির বিরোধী দল জোর দিয়ে বলছে, তারা কোনোমতেই প্রেসিডেন্ট সালেহ ও তাঁর পরিবারের সদস্যদের বিচার থেকে দায়মুক্তি দেবে না।

প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ গত ৩২ বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন। তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। ৩০ দিনের ক্ষমতা হস্তান্তর পরিকল্পনার আওতায়। তাঁর ৩২ বছরের শাসনামলের বিরুদ্ধে চলমান সহিংস আন্দোলনে প্রশমনে। গত দুই মাস ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

এতে সরকারি বাহিনীর গুলিতে কমপক্ষে ১২০ ব্যক্তি নিহত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।