আমাদের কথা খুঁজে নিন

   

Google Chrome এর বিকল্প



Google Chrome দারুণ একটি ব্রাউজার। তবে গুগল এর প্রাইভেসী পলিসি বেশ বিতর্কিত এবং একারণে অনেকে Google Chrome ব্যাবহার করতে চান না। Google Chrome তৈরি করা হয়েছে Chromium নামক open source ব্রাউজার প্রোজেক্ট এর উপর ভিত্তি করে। আপনি সরাসরি Chromium ব্যাবহার করে দেখতে পারেন। তবে আমার পছন্দ Srware IRON, এটিও Chromium প্রোজেক্ট এর উপর ভিত্তি করে তৈরি করা।

Portableapps.com থেকে Iron এর portable version ডাউনলোড করতে পারবেন। এখানে উল্লেখ্য যে Chromium এবং Iron কোনটাই Goolge এর বিতর্কিত privacy policy maintain করে না। তাই আপনি প্রাইভেসী এর ব্যাপার এ নিশ্চিন্ত থাকতে পারেন। Iron এবং Google Chrome এর পার্থক্য Portable Iron কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । সবার জন্য শুভকামনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.