আমাদের কথা খুঁজে নিন

   

খুশির জোয়ার

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

এই বুঝি নেমেছে বৃষ্টির ধারা ! এই প্রান নেছেছে আজ, বাঁধনহারা । বৃষ্টির সাথে মোর সখ্যতা ভার ! বৃষ্টি আয় তুই, অকূল পাথার । যাক যাক ধুয়ে যাক, যত মলিনতা যাক ভেসে আজ সকল, পঙ্কিলতা । বারির ধারা হও তুমি, নতুনের গান ! বারির সাথে আসুক, প্রশান্তি-প্লাবন । মন যেতে চায় আজ, দূর অচিনপুর মন যাবে হেথায়, যেথায় মনের মুকুর । অন্তরে অন্তর, মিলবে যে আজ অন্তরে বাজছে, প্রিয়তার ডংকার বাজ । নাছছে মন, পেয়ে খুশির জোয়ার নাছছে দুটি মন; বিমোহিত হয়ে বারবার । __________________________________________ রচনাকালঃ ১০.০৫.২০৩ ইং [ আমার ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।