আমি সান্তনা চাই না, সান্তনা দিতে চাই। আমি ভালবাসা চাই না ভালবাসতে চাই। ক্ষমা করলেই যেহেতু ক্ষমা পাওয়া যায় তাই মৃত্যুর মধ্য দিয়ে ফিরে পাই অনন্ত জীবন।
স্বপন, মুরাদ আর কবিতা একই কলেজে পড়ে। তিনজন খুব ভাল বন্ধু।
হঠাৎ একদিন কবিতা কলেজে আসল না। তারপর আর আসে নাতো আসেই না। খোঁজ নিয়ে জানা গেল কবিতা মারা গেছে। ____
এটা সিনেমার গল্প। গল্প, উপন্যাস আর সিনেমায় বন্ধুত্ব নিয়ে রয়েছে অনেক রকম গল্প।
সেই সব গল্পের বাইরেও মানুষের জীবনে বন্ধু আসে বন্ধু হয়ে। অজস্রের মধ্য থেকে মানুষ একজনকে বেঁচে নেয় সুখ দুঃখের সাথী করবে বলে। যার জন্য মনে হয় জীবন দিতে পারে তাকেও একসময় অসহ্য বোধ হয়, বন্ধু হয়ে যায় শত্রু। কেন এমন হয় সেটা বলা মুশকিল, হয়তোবা বলতে পারি নিয়তি। কয়েকদিন আগে একটি পত্রিকায় ভক্তের চিঠি ছাপা হয়েছে।
চিঠি দুটি এরকম,
জীবনটা ধন্য হতো
- শাবনূর আপু, সালাম। তুমি আমার প্রিয় নায়িকা। তোমাকে আমি অনেক ভালোবাসি। পত্রিকার পাতা থেকে কেটে তোমার অনেক ছবি আমি লেমিনেটিং করে রেখেছি। আমি পত্রিকা কিনি শুধুই তোমাকে দেখার জন্য।
তোমাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি আমার। যদি দেখতে পেতাম, জীবনটা আমার ধন্য হতো। মহানবী বলেছেন, 'অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো। ' তুমিও এমন একজনকে সঙ্গী করে নাও, যে তোমাকে সঠিক পথ দেখাবে। আমি নিয়মিত নামাজ পড়ি, তুমিও পড়িও।
অনেক শুভকামনা রইল তোমার জন্য। আল্লাহ হাফেজ।
_ _ _ রহমান, অনার্স দ্বিতীয় বর্ষ, ইংরেজি বিভাগ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, ঢাকা।
কৃতজ্ঞ থাকব
- শাবনূর আপা, প্রীতি ও শুভেচ্ছা। ১৭ ডিসেম্বর আপনার জন্মদিন।
দেরি হলেও 'হ্যাপি বার্থ ডে টু ইউ'। আরেকটা কথা_আপা, যদি কোনো কম্পানিতে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমি চির-কৃতজ্ঞ থাকব। আমি বিএ পাস।
_ _ _, ঝুমঝুমপুর, যশোর।
ওকে প্রথমে সহ্য করতে পারতাম না।
মনে হয় ও করত না আমাকে। তারপর একদিন আমার প্রয়োজনে হাত বাড়ালো সে। কথিত আছে, টাকার লেনদেন এ বন্ধুত্ব নষ্ট হয়। প্রমানও আছে এ কথার। কিন্তু আমাদের ঘনিষ্টতা টাকার লেনদেন দিয়েই শুরু।
প্রয়োজনটা আমারই ছিল, ও যে এভাবে পাশে এসে দাঁড়াবে ভাবিনি আগে। তখন থেকেই শুরু। ওর প্রয়োজনে দিয়েছি আমি, আমার প্রয়োজনে ও। টানা কয়েকদিন ক্লাসে না গেলে ক্লাসমেটদের মধ্যে খোঁজ করেছে একমাত্র ও। বাড়ি থেকে আনা খাবার বাটিতে করে নিয়ে এসেছে আমার জন্য।
রাজহাঁসের মাংস খাইনি শুনে, বাড়ি থেকে নিয়ে এসেছে সে। অফিসের ব্যস্ততায় সময় দিতে না পারায় কোর্স রেজিস্ট্রশনের জটিল প্রক্রিয়া সম্পন্ন করে সেই। কিন্তু তারপরেও ওর সঙ্গে কোনদিন ভাবের কথা হয়না। ঈদ, বন্ধু দিবস কিংবা বিশেষ কোন দিনে কেউ কোন শুভেচ্ছা বার্তা পাঠাইনা কাউকে। অপ্রয়োজনে কেউ কোনদিন ফোন করে জিজ্ঞেস করি না কেমন আছিস।
তবে হ্যাঁ প্রয়োজন আছে তো বন্ধু পাশে।
প্রয়োজনের বন্ধুর কথা যারা পড়লেন তাদের প্রয়োজনীয় সময় নষ্ট করলাম হয়তো। আমি জানি ও কোনদিন এই লেখা পড়বে না। যাকে নিয়ে লিখলাম সেই যখন জানল না মনে হতে পারে ব্লগের পাতাটি বৃথাই নষ্ট করলাম, কিন্তু আপনাদের জানালাম। আর এই সব দুঃসময়ের বন্ধুরা যেন এই ভাবেই অনন্ত জীবন নিরবে পাশে থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।