প্রয়োজন না থাকলেও মানুষ কী কারণে অতিরিক্ত পোশাক থেকে শুরু করে নানা বিলাসদ্রব্য কিনে অর্থ অপচয় করে? যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা এর কয়েকটি কারণ খুঁজে বের করেছেন। জার্নাল অব ইকোনমিক সাইকোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কতসংখ্যক মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেনাকাটায় অর্থ খরচ করে?
পশ্চিমা দেশগুলোতে পূর্ণবয়স্ক ১০ শতাংশ মানুষের বিশ্বাস, কেনাকাটার ওপর তাঁদের নিয়ন্ত্রণ নেই। প্রয়োজন ছাড়াই বিভিন্ন জিনিস কেনার প্রতি তাঁদের একধরনের আসক্তি দেখা দিয়েছে।
ক্রেডিট কার্ড দায়ী?
গবেষকদের মতে, ক্রেডিট কার্ডের ব্যবহার মানুষকে বাড়তি কেনাকাটায় উৎসাহিত করে।
কারণ, এই কার্ডের কারণে মূল্য পরিশোধের যন্ত্রণা অনেকটা ভুলে গিয়ে কেনাকাটার আনন্দে মেতে ওঠা যায়।
অতিরিক্ত কেনাকাটার মূল কারণ কী?
অর্থের বাজে ব্যবস্থাপনা একটি কারণ। আর অপর কারণটি হচ্ছে একধরনের বিশ্বাস যে নতুন জিনিসপত্র কিনলেই জীবনে সুখ আসবে। পরিণামে তাঁরা নিজেদের ক্রেডিট কার্ডের বিল সময়মতো পরিশোধে ব্যর্থ হচ্ছেন এবং মেয়াদ বাড়ানোর আবেদন করছেন।
এই অপচয়-আসক্তির ফল কী?
গবেষকদের মতে, একধরনের মানুষ অনিয়ন্ত্রিত কেনাকাটা করতেই থাকে।
তাদের ধারণা, বেশি বেশি কেনাকাটা করলেই মন ভালো থাকে এবং ব্যক্তি হিসেবে তাদের অবস্থান পরিবর্তিত হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।