আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার ব্যবসা টেকনিক্যাল বিশ্লেষণ

আমারে দিবো না ভুলিতে

(বিজ্ঞাপনমূলক পোস্ট) বই পরিচিতি শেয়ার ব্যবসা টেকনিক্যাল বিশ্লেষণ ..........................................ড. প্রভাস চন্দ্র রায় পুঁজিবাজারে বিনিয়োগ একটি সুচিন্তিত, পরিকল্পিত ও বিশ্লেষণধর্মী বিনিয়োগ। এখানে মুনাফার যেমন সুযোগ আছে, তেমনি আছে আর্থিক ক্ষতির ঝুঁকিও। এই আর্থিক ঝুকিঁকে মুনাফায় রুপান্তরিত করার কাজটি বেশ দূরুহ বলেই শেয়ার বাজারের খুঁটিনাটি জানা, নিখুঁত বিশ্লেষণ করা, বিশ্লেষণের সিগনাল অনুযায়ী শেয়ার ক্রয় বিক্রয় করা জরুরী। কিন্তু দুঃখের বিষয় দেশের অধিকাংশ বিনিগকারী অনুমানের উপর ভিত্তি করে কিংবা ইতিমধ্যে ব্যবসা করেছেন এমন ব্যক্তির পরামর্শের ভিত্তিতে শেয়ার ব্যবসা করছেন। এতে সব সময় মুনাফা করা যায় না।

শুধু মাএ ফান্ডামেন্টাল বিশ্লেষণের ভিত্তিতে ভাল শেয়ার ক্রয় করে দীর্ঘ সময় পর মুনাফা নিশ্চিত করা যায় তবে সময়কাল বিবেচনা করে দ্রুত মুনাফা করতে হলে টেকনিক্যাল বিশ্লেষণ করা ছাড়া গত্যন্তর নাই। এই সীমাবদ্ধতা লক্ষ্য রেখে বইতে টেকনিক্যাল বিশ্লেষণের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সারা বিশ্বে যে বিষয় গুলির ভিত্তিতে টেকনিক্যাল বিশ্লেষণের কাজ করা হয় তার প্রায় সব গুলি বইটিতে সন্নিবেশ করা হয়েছে এবং প্রতিটি বিশ্লেষণের খুটিনাটি আলোচনা করা হয়েছে। বইটিতে নিম্নবর্ণিত বিষয় সন্নিবেশিত রয়েছে...... শেয়ারের ফান্ডামেন্টাল বিশ্লেষণ : কোম্পানীর ইপিএস; পি/ই; পিএসার; ডেট রেশিও; আরওই; বুক ভ্যালু রেশিও; বিটা; ক্যাপিটালাইজেশন বিষয় গুলি হিসেবের মধ্যে এনে শেয়ার ক্রয় বিক্রয় করা। শেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ : টেকনিক্যাল বিশ্লেষণে ব্যবহার করা হয়- চার্ট প্যাটার্ণ; ইন্ডিকেটর।

ইন্ডিকেটর আবার দু'ধরনের- অগ্রগামী; ধীরগামী। অগ্রাগামী ইন্ডিকেটর গুলি- রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স; স্টকাস্টিক ওসসিলেটর; স্টচ আরএসআই: উলিয়াম পার্সেন্ট আর; মোমেনটাম। ধীরগামী ইন্ডিকেটর গুলি-মোভিং এ্যাভারেজ; বলিংগার ব্যান্ড। ইন্ডিকেটর গুলি প্রধানত: দু' উপায়ে ক্রয় বিক্রয় সিগনাল তৈরি করে ক্রস ওভার; ডাইভারজেন্স। ডাইভারজেন্স দুধরণের-ডাইভারজেন্স দুধরণের- পজিটিভ; নেগেটিভ।

চার্ট : বিভিন্ন প্রকার চার্ট- লাইন চার্ট; বার চার্ট; ইকুই ভলিউম চার্ট; ক্যান্ডলস্টিক চার্ট; ক্যান্ডলস্টিক চার্ট চার প্যাটার্ণের- বুলিশ; বিয়ারিশ; রিভার্সেল; নিউট্রাল। চার্ট প্যাটার্ণ : মাথা ও কাঁধ ; কাপ ও হ্যান্ডেল; ডবল টপ ও বটম; ফ্ল্যাগ ও পেণ্টার; ওয়াজ; রাউন্ডিং বটম; ব্রডেনিং ফরমেশেন; ট্রিপল টপ ও বটম। ট্রেন্ড লাইন: উর্ধমূখী; নিম্নমূখী; সমান্তরাল; তিন ধরনের ট্রেন্ড ডিইরেকশনের পাশাপাশি তিন শ্রেণীর ট্রেন্ড শ্রেণীভূক্ত করা হয়। চ্যানেল : ট্রেন্ড লাইনের সমান্তরালে যেলাইন দৌঁড়ায় সেটিই চ্যানেল। সাপোর্ট ও রেজিস্ট্যান্স: ক্রয় বিক্রয় কারার ভিত্তি কিভাবে তৈরি হয়।

রোল রিভার্সাল, মোভিং এ্যাভারেজ, ভলিউম, বলিংগার ব্যান্ড, মোভিং এ্যাভারেজ কনভারজেন্স ডাইভভারজেন্স, ইন্ডিকেটর এবং ওসসিলেটর: আলোচ্য বইটিতে এছাড়ও নিম্ন বর্ণিত বিষয় গুলির আলোচনা করা হয়েছে............... ১। একুমুলেশন/ডিস্ট্রিবিউশন লাইন ২। অ-ব্যালেন্স ভলিউম ৩। মূল্য এবং ভলিউম ট্রেন্ড ৪। রিলেটিভ স্ট্রেংথ ৫।

রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ৬। স্টচ্ আরএসআই ৭। মোমেনটাম ৮। উইলাম পার্সেন আর ৯। এ্যাভারেজ ট্রু রেঞ্জ ১০।

মানি ফ্লো ইন্ডেক্স ১১। ট্রিক্স রিভার্সাল ১২। কমোডিটি চ্যানেল ইন্ডেক্স ১৩। আলটিমেট ওসসিলেটর ১৪। স্টকাষ্টিকস্ ১৫।

এ্যাভারেজ ডাইরেজ ডাইরেকশনাল ইন্ডেক্স ১৬। আরুণ ইন্ডিকেটর ১৭। রেট অব চেঞ্জ ১৮। ভলিউম একুমুলেশন ওসসিলেট এ্যামিব্রোকার সফ্‌টওয়্যার : এ্যামিব্রোকার সফ্‌টওয়্যার এর ব্যবহার ..... # এ্যামিব্রোকার কম্পিউটারে ইনস্টল করা # এ্যামিব্রোকার ডাটাবেজ সেট করা # প্রথম বারের মত উইজার্ট সেট করা # প্রতি দিনের ডাটা আপডেট করা # এ্যামিব্রোকার ব্যবহার বিধি # আপডেটকৃত ডাটার ভিত্তিতে শেয়ার ক্রয় বিক্রয় এই বইতে মোট ২৬ টি অধ্যায়, ১৮৫ টি ছবি, ও ১৭টি সূএ রয়েছে। ছবি ও সূএ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিষয়গুলি পরিষ্কার ভাবে বোঝা যাবে।

বইটি মোট ৩৩২ পৃস্ঠার। মূল্য : ৪৫০ টাকা মোবাইল : ০১৭২২৯৩৬০৬৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.