আমার E65 সেটে অপেরা মিনি ৬ এবং অপেরা মোবাইল ইনস্টল করেছি। কিন্তু কোন বাংলা ওয়েবসাইট দেখা যায়না। সব বক্স বক্স লেখা আসে। :-O
ব্লগার দুর্লভ এবং ড. সার্জার এক পোস্টে দেখেছি ব্রাউজারের এ্যাড্রেস বারে opera:config লিখে এন্টার দিলে অপেরা কনফিগারেশনের পেজটি অপেন হবে।এখানে ৩ নং অপশনে Use bitmap fonts for complex scripts এ Yes সিলেক্ট করে একদম নিচে Save বাটনে ক্লিক করলে বাংলা ঠিকমত আসবে। কিন্তু অপেরা মিনি ৬ তে opera:config লিখলে কিছুই আসেনা। আর অপেরা মোবাইলে opera:config লিখলে যেটা আসে, সেটার কিছুই বুঝছিনা।
কেউ কি দয়া করে হেল্প করবেন? আমিতো মোবাইল থেকে কোন বাংলা ওয়েবসাইট দেখতে পারছিনা!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।