বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !!
পারিপার্শিক বিভিন্ন কাজ শেষ করে এবং কিছুটা সময় বাঁচিয়ে নিজে কিছুটা লেখালেখি ও চমৎকার লেখনি গুন সম্পন্ন কিছু অসাধারণ মানুষের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক তৈরী এবং তাদের ভাবনা চিন্তার সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যেই মূলত ব্লগে আসা। ব্লগ এমন একটি জায়গা যেটা বলতে গেলে প্রায় সবার জন্যই উন্মুক্ত কিন্তু তাই বলে এই নয় যে যখন তখন একটি আইডি খুলে অন্যকে অযথা হ্যারাজ করতে হবে। ব্লগ পড়তে বা ব্লগে লেখালেখি করতে এসে যদি বিশ্রী ধরনের নোংরামীর শিকার হতে হয় এ বড় দুঃখের।
সম্প্রতি একটি পোষ্টে (View this link ) জন্মদিন নামক একটি নিক থেকে আমকে জড়িয়ে বিশ্রী নোংরা এবং লজ্জাজনক ব্যাক্তি আক্রমণ করা হয়।
এবং আমার সাথে সাথে আরো দুই জনের নাম জড়ানো হয়। যার স্ক্রিণশট নিচে দেয়া হলো।
আরো অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমার সাথে সাথে বৃষ্টি ভেজা সকাল ১১ নাম জড়ানো হলেও বৃষ্টি ভেজা সকাল ১১ সেটার প্রতিবাদ করলো না। অনেকে মুখে শুনতে পেলাম জন্মদিন নিককে তারা বৃষ্টি ভেজা সকালের মাল্টি বলে সন্দেহ করে। ঐ পোষ্টে প্রতিবাদ না করাটা অনেকের এই সন্দেহকেই উসকে দেয়।
আশাকরি এই পোষ্টের পর পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশে ব্লগিং এর স্বার্থে জন্মদিন নামক দুর্গন্ধ ছড়ানিয়া নিককে সামু মডারেরট চিরতরে কন্ঠ রোধ করবে এবং এই জাতীয় ব্যাক্তি আক্রমণকারী এবং নোংরামী করা নিক গুলোর বিরুদ্ধে সামু নীতিমালা মোতাবেক পদক্ষেপ নিবে।
আরো আশা করব বৃষ্টি ভেজা সকাল ১১ নিক এই পোষ্টে এসে উনার ব্যাপারে অনেকের সন্দেহের অবসান ঘটাবেন। আর তা যদি না করেন তাহলে কয়েকজনের মত আমিও ধরে নিব জন্মদিন নিকটি আসলেই বৃষ্টি ভেজা সকালের মাল্টিনিক। কেননা ব্লগে বিভিন্ন মাল্টি নিক দিয়ে বৃষ্টি ভেজা সকালের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আগেও অভিযোগ এসেছে (View this link ) এবং বৃষ্টি ভেজা সকাল তার কোন প্রতিবাদ করেনি।
ব্লগিং পরিবেশ হোক সুন্দর সুস্থ ও আন্তরিক এটাই প্রত্যাশা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।