বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
৯ জানুয়ারি আজ। প্রিয় দুই ব্লগারের জন্মদিন। একজন 'আরণ্যক যাযাবর' ভাইয়া। অন্যজন 'ঊশৃংখল ঝড়কন্যা' আপু। দুইজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১.
অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর
"। । আরণ্যক ফিরেছিলো, তবে আর লিখবে না । । কাজেই ফিরে আসাটা হয়তো একরকমের চলে যাওয়া।
ভালো থাকুন। মানুষের ভালোবাসা পাবার যোগ্যতা আমার কখনোই ছিলো না, আজও নেই। উপলব্ধি করতে দেরি হয়েছে, সেই যা। " এমনটাই লেখা ব্লগার আরণ্যক যাযাবর ভাইয়ার প্রোফাইলে।
জন্মদিনের এই মুহুর্তে বলি- ভাইয়া ,মানুষের ভালোবাসা পাওয়ার বেশ শক্ত যোগ্যতা যে আপনার আছে তা কি নতুন করে বলে দিতে হবে?
আরণ্যক যাযাবর ভাইজান সম্পর্কে একটা তথ্য দেই।
উনাকে আমরা বেশ কয়েকজন এ টু জেড নামে ডাকি। তবে কেন এই নামে ডাকা হয় তা নাইবা বললাম। এইটুকু বলে রাখি এই নামের উদ্যোক্তা জেবীন আপু।
জন্মদিন অনেক অনেক ভালো কাটুক। অনেক অনেক শুভেচ্ছা রইলো এ টু জেড ভাইজান।
২.
ঝড়োহাওয়ার কথোপকথন
আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . . । তারপর কি? তারপর পড়ি।
আমি আবোল-তাবোল বলে চলি
অদ্ভুত সব মুখোশ পড়ি
স্বপ্নগুলো এলো-মেলো
ইচ্ছেগুলো রঙিন আলো।
এরই মধ্য মাঝে মাঝে
একটু-আধটু ভাব আসে...
ভাবগুলোকে বন্দী করে
Blog-এর মধ্য দিলাম ভরে।
আমার জীবনের কিছু অনুভব
ঠাঁই পায় একসাথে সব।
মূল্যহীণ এসব লেখার মধ্য
খুঁজে পাই জীবনের পরম সান্নিধ্য। ।
জীবনের পরম সান্নিধ্য খুঁজে ফেরার কোন এক মুহুর্তের আর এলোমেলো স্বপ্নগুলোকে নিয়ে ইচ্ছেঘুড়ি উড়ানোর কোন এক দিনের যুথবদ্ধতায় চলে আসে বিশেষ এমন দিন। এমন দিনকে ঘিরেই বলা যায় বুঝি- শুভ জন্মদিন।
জন্মদিনে ঝড়কন্যা আপুকে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।