জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... হঠাৎ করি ১ টা গান গাতি মনে কচ্ছে, গুলাপির কথা মনে পইরে গেলো ,হঠাৎ কইরি শরিফউদ্দিন ভাইয়ের কথাও মনে পইরি গেলো এর জন্য হ্যার গান ই ১ টা শুরু কইরি দিলাম যদি গানের ভিতর কোনও ভুল হয়ে যায় তো আমাক কিন্তু মাপ কইরে দিবেন কয়া দিচ্ছি, মনে কিছু রাখনে না কিন্তু। মন তো কয় শুরু কত্তি... আবার ভয় ভয়ও করে ♫♪ও বন্ধু লাল গোলাপী, ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে, এসো, এসো বুকে রাখবো তোরে এসো, এসো বুকে রাখবো তোরে তুমি বন্ধু হইলে আমার নাইতো কিছু বাকি চাওয়ার তুমি আমি দু'জন মিলা সাজাইবো সুখের সংসার আরে সাজাইবো সুখের সংসার তোমারে পাইলে সখি, তোমারে পাইলে সখি এসো, এসো বুকে রাখবো তোরে এসো, এসো বুকে রাখবো তোরে দু'জন মিলা সাজাইবো, সাজাইবো, প্রেম দশা খেলাইবো আমার মনের যত্ত আশা সবি মিটাইবো মিটাইবো, আরে আশা সবি মিটাইবো রাখিব তোরে আমার আদরে এসো, এসো বুকে রাখবো তোরে এসো, এসো বুকে রাখবো তোরে♫♪লিংকঃ অথবাঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।