আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ইন্টারনেট ডাটা প্যাকেজ রেট আপডেটঃ রবি

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।  

কয়েকদিন আগেই মোবাইল ডাটার বেশ কয়েকটি বান্ডেল প্যাক ছেড়েছে রবি। মান্থলি ডাটা প্যাকেজের সাথে এবার যুক্ত হয়েছে অনেকগুলো ছোট ছোট ডাটার প্যাকেজ।

এইমাসের ইন্টারনেট ডাটা প্যাকেজ রেট আপডেট এর এই পর্বে দেখে নিন মোবাইল অপারেটর রবির বিভিন্ন ইন্টারনেট ডাটা প্যাকেজের বান্ডেল প্যাক এবং একটিভেট করার উপায়। ডেইলি প্যাকঃ ১ দিন মেয়াদি প্যাকেজ ০১. ২টাকায় ১এমবি+১এমএমএস এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*১৪# ০২. ১০টাকায় ১০এমবি+১০এমএমএস এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৮০# ০৩. ৫৫টাকায় ২০০মেগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৮১# ০৪. ২৬টাকায় ৭১মেগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৭১# ০৫. ৬টাকায় ৫মেগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৫৫# ২ দিন মেয়াদি প্যাকেজ ০১. ৫০টাকায় ৪০০মেগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৫০# উইকলি প্যাকঃ ৭ দিন মেয়াদি প্যাকেজ ০১. ২০টাকায় ২০এমবি+২০এমএমএস এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*২০# পাক্ষিক প্যাকঃ ১৫দিন মেয়াদি প্যাকেজ ০১. ৪০টাকায় ৪০মেগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৪০# মাসিক প্যাকঃ ৩০দিন মেয়াদি প্যাকেজ ০১. ১০০টাকায় ১০০এমবি+৩০মিনিট টকটাইম এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৩০# ০২. ২৭৫টাকায় ১গিগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৮৫# ০৩. ৪৫০টাকায় ৩গিগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৮৪# ০৪. ৬৫০টাকায় ৫গিগাবাইট এর জন্য ডায়াল করুন *৮৪৪৪*৮৩# রাত্রিকালিন প্যাকঃ ৩০দিন মেয়াদি প্যাকেজ ০১. প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৮টা পর্যন্ত ২৭৫টাকায় ইন্টারনেট কানেকশনের জন্য A2 লিখে সেন্ড করুন ৮৫৫৫নাম্বারে। দিবসকালিন প্যাকঃ ৩০দিন মেয়াদি প্যাকেজ ০১. প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩০০টাকায় ইন্টারনেট কানেকশনের জন্য A3 লিখে সেন্ড করুন ৮৫৫৫নাম্বারে। ৬জিবির পর থেকে ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে। আগের থেকে ইন্টারনেট প্যাকেজগুলোর রেট অনেক কমলেও তুলনামূলক ভাবে রেটগুলো এখনও যৌক্তিক হয়নি।

ইন্টারনেট প্যাকেজের দাম আরও কমিয়ে সাধারনের নাগালে আনা উচিত। এ ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.