আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরার চোখে:: বৈশাখী রং-এ উৎসবের উজ্জ্বলতা::

আমি তোমাদেরই একজন, খুবই সাধারণ !!!
বাংলা নববর্ষের আধুনিক সংস্করনে আমাকে সব চেয়ে বেশী আকৃষ্ট করে বৈশাখী উৎসবে ব্যবহৃত রং-এর উজ্জ্বলতা। বিগত এক যুগ ধরে চারুকলার মঙ্গল শোভাযাত্রা বৈশাখী রং-এর উজ্জ্বলতাকে সারাদেশে ছড়িয়ে দিয়েছে ব্যাপক ভাবে। তাদের ভিন্ন মাত্রার বিভিন্ন কারুকার্য্যময় মুখোশ, প্লে-কার্ড আর মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রাণীর প্রতিকৃৎ গুলোতে সুন্দর রং এর ব্যবহার এই হাল আমলের বৈশাখী উৎসবকে আরো রঙ্গিন করে তুলেছে নিঃসন্দেহে। প্রায় এক যুগ আগে নীল মুয়রের ছড়ানো পেখম তোলা রেলীর দৃশ্যটি আমার চোখে এখনো উজ্জ্বল হয়ে আছে। তারপর প্রতি বৎসরের নিত্য নতুন প্রাণীর সজ্জিত রঙ্গিন শোভাযাত্রা বর্তমান রমনা বটমূলের বৈশাখী উৎসবের আমেজকে আরো কয়েক গুনে বাড়িয়ে দিয়েছে এ কথা যে কেউ স্বীকার করবে।

এখন মঙ্গল শোভাযাত্রা ছাড়া রমনা বটমূলের বৈশাখী উৎসব চিন্তা করা যায় না। আমি এই মঙ্গল শোভাযাত্রার একজন একনিষ্ট ভক্ত দর্শক। এই শোভাযাত্রার মুখোশ ও মুখোশের রং আমাকে দারুন ভাবে বিমোহিত করে, আকৃষ্ট করে। তাই ১লা বৈশাখের আগের দিন বিভিন্ন রং-এ রঙ্গিন ফ্রেশ মুখোশের কিছু ছবি আমার ক্যামেরায় ধারন করি। ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।

ছবি:- শক্তির প্রতীক বাঘ। ছবি:- গৌরবের প্রতীক সিংহ। ছবি:- বিভিন্ন প্রতীকি মুখোশ। ছবি:- দেয়ালে ঝুলানো চিত্রপট। ছবি:-মুকট ছবি:-পটে আঁকা বাঘ।

ছবি:-গ্রামীন নাওরীর পট। ছবি:- রাজকীয় পট। ছবি:- নব বধূর পট। ছবি:- বাঘের দেয়াল পট। ছবি:- অমঙ্গল রোধক মুখোশ।

ছবি:-অমঙ্গলের মুখোশ। ছবি:-অমঙ্গলের মুখোশে পেঁচা। ছবি:- খরগোসের মুখোশ। ছবি:- বাংলার চিরায়তি ঐতিহ্য নাগরদোলা।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।