পড়াশোনা শেষে একটি ভালো চাকরি সবারই লক্ষ্য। কিন্তু, এই চাকরির ক্ষেত্রে নিজেদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখার অর্থ হচ্ছে নিজের ভবিষ্যৎকে সংকীর্ণ করে ফেলা। সাধারণ প্রথাগত ক্ষেত্রের বাইরে এমন অনেক চাকরি আছে, যেগুলো ভালো ক্যারিয়ার গড়ার জন্য দারুণ উপযোগী বলে বিবেচিত। বাংলাদেশের তৈরি পোশাকশিল্প যেমন দেশ ও জাতির জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সংস্থান করছে, ঠিক তেমনি এই খাত চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সম্ভাবনার অনুষঙ্গ হিসেবে ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে। প্রথম আলো জবস সম্প্রতি বাংলাদেশে চাকরির বাজার হিসেবে তৈরি পোশাক খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছিল।
অক্টোবরের শেষ সপ্তাহে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবস যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে একটি ক্যারিয়ার মেলা। তারই পূর্বপ্রস্তুতি হিসেবে আয়োজন করা হয়েছিল এই সেমিনার। নতুন চাকরিপ্রার্থীদের সামনে নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন করাই ছিল এই সেমিনারের উদ্দেশ্য। প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং প্রথম আলোর অন্যতম বার্তা সম্পাদক শওকত হোসেন। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মকর্তা পর্যায়ের বেশির ভাগ স্থান বিদেশিরা দখল করে আছে বলে জানালেন মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
এ ক্ষেত্রে দেশের তরুণ মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ যথেষ্টই বলে অভিমত তাঁর, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।