ব্লগে সাম্প্রতিক সময়ে ধর্ম নিয়ে কিছু ক্যাচাল লক্ষ্য করা যাচ্ছে। এই ঝামেলার কারন কি?
যার ধর্ম যার যার।
ইসলামের মহান মহান খলিফাগণ যুগ যুগ ধরে কত বিস্তৃত এলাকাজুড়ে ইসলামের রীতি কায়েম করে গেলেন অথচ এত দীর্ঘ সময়ের ব্যাপ্তিতেও এত বিশাল সাম্রাজ্য থেকে একটা অথবা দুইটা ধর্ষন বা রক্তের ইতিহাস কোথাও আসলনা? ইতিহাসে আরও কত বিজয়ী আছে খুঁজে দেখুন। রোমান সম্রাট কনস্টান্টাইন এর কথাই ধরুন, সে কি তার কুকর্মের ইতিহাস চেপে রাখতে পেরেছে? আদর্শ মুসলিম খলিফাদের পর উমাইয়া এবং আব্বাসী খলিফাগণ কোন অংশে কম ক্ষমতার মালিক ছিলনা, তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা জান প্রাণ দিয়ে করেছেন, আলি (রাঃ ) এর সম্পর্কে ভাল সব কিছু মুছে ফেলতে তারা কত চেষ্টাই না করেছে, নিজেদের ভাল প্রমাণের কত চেষ্টাই না তারা করেছে, সফল হয়েছে কি? আপনি নিজেই তো বললেন কল্লা ফেলে দিয়ে সত্য কতদিন লুকিয়ে রাখা যায়? মিথ্যা বলে চেঁচিয়ে সত্য পালটানো যায়না। এতেই তো বুঝা যায় ধর্ষণের ঘটনা সত্য ছিলনা। ইসলামের শত্রুরা ইসলামের গ্রহণযোগ্যতা কমাতে কত মিথ্যাই না রটিয়েছে, কত জাল হাদিস বানিয়েছে কিন্তু কই ধর্ষণ নিয়ে একটা জাল হাদিসওত তারা বানাতে পরলনা। আর আপনি সেই নারীদের কান্নার দাগ সেখানে না দেখেও কয়েকটা হাদিস আর কোরানের আয়াত দেখে সহজেই বুঝে ফেললেন কি নারকীয় ধর্ষণ আর হত্যাযজ্ঞ হয়েছিল তাই না? এই বুঝে ফেলাটাতো আপনার বিশ্বাস বা ধারণা, আপনিই না বলেন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করিনা, স্রষ্টার অস্তিত্ত্বের প্রমাণ নাই তাই স্রষ্টা বিশ্বাস করিনা, তাহলে প্রমাণ ছাড়া এত কিছু বুঝে ফেলেন কিভাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।