আমাদের কথা খুঁজে নিন

   

অহোরাত্রি জৈবিক মানুষ



খুব দ্রুতবেগে সরে যাচ্ছে দৃশ্যাবর্ত। অন্বেষার প্রক্রিয়ায় জন্ম নিচ্ছে নতুন টেরাকোটা। অতীতকে অতিক্রম করে খুব উৎসাহে চাখা হচ্ছে সৃজনাত্মক জীবনের সমাচার। আর আমাদের পানসি নৌকা থেকে আবারো উড়াল দিচ্ছে লালন-হাছন-করিমের মনুয়া পাখি। স্বপ্নাতুর চোখ থেকে ঝাপিয়ে পড়ছে কৈবর্তের জাল।

হারিয়ে যাওয়া অতীত থেকে স্তব্ধ নীল আলোয় নুয়ে পড়ছে লাউডগা, বট,অশথের ঝুরি। খুব পাখসাটে উড়ে যাচ্ছে নীল কাকাতুয়া। দুপুরে ধূসর ঘুঘু, শাদা বক, শরতের মেঘ। গোপন গভীর প্রেম, কিশোর রবীর ঠোঁটে কাদম্বরীর চুমু। পেনড্রাইভ থেকে সিডিরম।

ফেসবুক থেকে ইউটিউব। তবু মানবিক প্রেম খাবি খায় আশ্লেষে। খাবি খায় শরীরী কামজ ঘোরপাকে। বীজাণুর মতো ছড়িয়ে যায় মেঘাবাইট গিগাবাইটগুলো। মানুষেরা থেকে যায় অহোরাত্রি জৈবিক মানুষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।