ব্যাচেলর ডিগ্রি পাস করেছি। আর এর মাধ্যমেই যেন ব্যাচেলর জীবনেও প্রবেশ করলাম। থাকি বিশ্ববিদ্যালয়ের হলে। চাকরির জন্য এখন নারায়ানগঞ্জে বাসা নেওয়ার চেষ্টা করছি এবং বুঝতে পারছি- কত গমে কত আটা...। বাসার খোঁজে পুরো শহর পায়ে হেঁটে ঘুরে প্রায় শেষ করেছি।
কয়েকটি বাসা পেয়েছি পছন্দসই। কিন্তু যেটা বেশি পছন্দ হয় সেটার ভাড়াও বেশি হয়। তার উপর আছে আডভান্স এর ঝামেলা। ভাই, নতুন চাকরিতে ঢুকেছি, কোন ডিপোজিট নেই। কিন্তু এসব বাড়িওয়ালা মানবে কেন? আবার জিজ্ঞেস করে কয়জন থাকব...।
বলি মাকে নিয়ে আমি মোট দুইজনে থাকব। তখন জিজ্ঞেস করে বিয়ে করেননি...। বলি না। মাকে নিয়ে থাকব শুনেও কেমন সন্দেহের চোখে তাকায়। কি যে করি...।
কেমন করে বোঝাই যে আমি বিয়ে করে বউ এর খরচ দেওয়ার মত অবস্থায় যাই নাই। একটু সময় দেন। আগে গুছিয়ে নিই। তারপর বিয়ে। আরে ভাই এত বেশি বাড়িভাড়া দিলে টাকা জমবেও না বিয়ে করাও হবেনা।
ভাই কেউ কি বুঝেছেন এই ব্যাচেলরের কষ্ট... বুঝলে আওয়াজ দিয়েন। নারায়ানগঞ্জে দুই রুমের বাসা দরকার। ভাড়া চার হাজারের মধ্যে হলে ভাল হয়...। পারলে একটু হেল্পান ভাই...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।