রিয়াল মাদ্রিদকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আগামী মৌসুমেই রিয়ালের ঘর শূন্য করে রোনালদো গিয়ে উঠতে পারেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে! অন্তত সে রকমই স্বপ্ন দেখছেন এসি মিলানের মালিক সিলভিও বার্লুসকোনি।
রোনালদোকে মিলানে নিয়ে আসার স্বপ্নটা বার্লুসকোনি আগে থেকেই দেখে আসছেন। সেই স্বপ্ন পূরণে বদ্ধপরিকর ইতালির প্রধানমন্ত্রী। এসি মিলান এবার লিগ শিরোপা জিতলে আগামী দলবদলে রোনালদোকে রিয়াল থেকে মিলানে নিয়ে আসতে চান তিনি।
‘রোনালদো মিলানে আসছেন? স্বপ্ন দেখতে মানা নেই। কখনো কখনো স্বপ্নগুলো সত্যি হয়েও আসে’—ইতালিয়ান চ্যানেল ‘ইতালিয়া ৭ গোল্ড’কে বলেছেন বার্লুসকোনি। যোগ করেছেন আরও, ‘আমরা যদি এবার স্কুডেটোটা (লিগ শিরোপা) জিততে পারি, আগামী মৌসুমে এক-দুজন বড় মাপের খেলোয়াড় কিনব। রোনালদোকে সই করাতে পারলে আমার ধারণা প্রত্যেকেই খুব খুশি হবে। ’
বার্লুসকোনির জানা আছে, রোনালদোকে দলে ভেড়াতে চাই বড় অঙ্কের টাকা।
২০০৯ সালের গ্রীষ্মে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন দলবদলের সর্বকালের রেকর্ড (নয় কোটি ৪০ লাখ ইউরো) চুক্তিতে। মিলানের সেই সামর্থ্য আছে। তারই প্রকাশ ২০১০-এর দলবদলে এসি জ্লাতান ইব্রাহিমোভিচ ও রবিনহোকে দলে টানা।
এদিকে ইব্রাহিমোভিচকে নিয়ে একটু ঝামলায় পড়ে গেছে মিলান। তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুইডিশ তারকা।
গত রোববার ফিওরেন্তিনার বিপক্ষে এসি মিলান ২-১ গোলে জিতেছিল, ওই ম্যাচে সহকারী রেফারিকে আক্রমণাত্মক ভাষায় গালাগাল করার অভিযোগ ইব্রার বিপক্ষে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মিলান স্ট্রাইকার। এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।