'অর্ডার অব প্রিন্সেস হেনরি' পেলেন রোনালদো। দেশের প্রেসিডেন্ট আনিবাল কাভাকো সিলভার হাত থেকে তিনি গ্রহণ করলেন এ বিশেষ সম্মান। ব্যলন ডি'অর পাওয়ার এক সপ্তাহের মধ্যেই রোনালদো এ সম্মান পেলেন।
গতকাল সোমবার রোনালদোকে লিসবনের রাষ্ট্রপতি ভবনে মেডেল পরিয়ে সম্মানিত করেন কাভাকো। এটিকে পর্তুগালের সর্বোচ্চ সম্মান বলে গণ্য করা হয়৷ দেশের হয়ে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরমেন্সের জন্যই রোনাল্ডোকে এই পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে।
উচ্ছ্বসিত পর্তুগাল তারকা বলছেন, এটা আমার কাছে একটা গর্বের মুহূর্ত৷ ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে এটা আমাকে অনুপ্রেরণা জোগাবে।
প্রেসিডেন্ট কাভাকো বলেছেন, রোনালদো এই পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তি। তিনি দেশের নাম বহুবার বিশ্বের দরবারে তুলে ধরেছেন। নিখুঁত প্রতিভা বললেও ভুল বলা হবে না।
এর আগে দুবার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রোনালদো।
২০০১৩ সালে তিনি ক্লাব ও দেশের হয়ে ৬৯টি গোল করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।